ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষের জীবনে প্রতিদিন বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। এই ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে সাইবার ফ্রড (Tribe TV Fight Against Cyber Crime)। হ্যাকিং আজকের যুগে নিত্যদিনের ঘটনা। রোজ আমাদের চারপাশে এই ধরনের ঘটনার খবর বেড়েই চলেছে। কোথাও মানুষের সারা জীবনের সম্বল শেষ হয়ে যাচ্ছে এক ক্লিকে, কোথাও আবার বিভিন্ন ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে সেখানে দেখা দিচ্ছে কুরুচিপূর্ণ কন্টেন্ট।
বাদ যাচ্ছেনা সংবাদমাধ্যম (Tribe TV Fight Against Cyber Crime)
এই হ্যাকিং-এর শিকার হচ্ছে সংবাদ মাধ্যমও (Tribe TV Fight Against Cyber Crime)। সাম্প্রতিক অতিতে বহু সংবাদ মাধ্যমের ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর সামনে এসেছে। শুধু ওয়েবসাইট নয়, বিভিন্ন ক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও এই ধরনের ঘটনার শিকার হয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন জি নিউজ জানিয়েছিল পাক সাইবার আক্রমণের শিকার হয়েছিল তাদের ওয়েবসাইট। এই খবর জানিয়ে জি নিউজ লিখেছে, ‘আমাদের মুম্বই, ভোপালের সোর্সগুলোকে ওরা হ্যাক করেছিল। আমাদের পুরো সিস্টেমকে ওরা বিপর্যস্ত করতে চেয়েছিল’। তাঁরা আরও জানিয়েছে যে হ্যাক হওয়ার পরে ওয়েবসাইটে যে লেখা লেখা দেখা গিয়েছিল সেখানে লেখা ছিল, ‘Hacked by Bangladesh And Pakistan’।
পাশাপাশি রিপাবলিক নিউজের তরফেও জানান হয়েছে একই কথা। রিপাবলিক তাদের একটি খবরে জানিয়েছে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীলরা রিপাবলিক ওয়ার্ল্ডের ওয়েবসাইটে আক্রমণ করেছে। হ্যাকাররা যে বার্তাটি পোস্ট করেছিল তাতে লেখা ছিল “আমাদের কাছে সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যাওয়া শক্তির সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ এবং দক্ষতা রয়েছে”। যদিও রিপাবলিক জানিয়েছে যে ওয়েবসাইটটি সম্পূর্ণ হ্যাক করা অপরাধীদের পক্ষে সম্ভব হয়নি।
সাইবার আক্রমণের শিকার ট্রাইব টিভি (Tribe TV Fight Against Cyber Crime)
সমসাময়িক পরিস্থিতিতে সাইবার আক্রমণের শিকার হয় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদসংস্থা ট্রাইব টিভি (Tribe TV Fight Against Cyber Crime)। ট্রাইব টিভি-র ইউটিউব চ্যানেলটি হঠাৎ করেই হারিয়ে যায় প্লাটফর্ম থেকে। এই ঘৃণ্য আক্রমণের ঘটনা ঘটে মাঝরাতে। অপরাধীরা ট্রাইব টিভির ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন: Mobile Usage: বিশেষজ্ঞদের নয়া বিধান, ঘুমোনোর আগে বাথরুমে রাখুন ফোন, ভালো থাকবে মাথা!
সাইবার লড়াইয়ে জয় ট্রাইব টিভি-র
অপরাধীরা সবরকমভাবে চেষ্টা করলেও, ট্রাইব টিভি হার না মানা লড়াইয়ের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে সাইবার অপরাধিরা। গুগল ও ইউটিউবের সাপোর্ট টিমের সঙ্গে ট্রাইব টিভি ডিজিটাল টিমের সরাসরি কথা বলা; তাদের সর্বাঙ্গিন সহযোগিতা এবং কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখার নিরলস প্রচেস্টা এবং আইনি পরামর্শ, ট্রাইব টিভি-র ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আরও পড়ুন: Network Problem: ফোনে নেটওয়ার্কের সমস্যা? সমাধান লুকিয়ে আপনারই ফোনে!
সাইবার অপরাধে ট্রাইব টিভির অঙ্গীকার
সাধারণ মানুষের কাছে সঠিক খবর সবার আগে পৌঁছে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম করছে ট্রাইব টিভি, তার একটা বড় অংশ হল সাইবার অপরাধের খবর এবং এর হাত থেকে বাঁচার উপায়, যা আপনাকে রাখবে সজাগ। সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন থাকুন। অদূর ভবিষ্যতে আপনাদেরকে কাছে সাইবার অপরাধ সংক্রান্ত খবর, সবার আগে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ট্রাইব টিভি অঙ্গীকারবদ্ধ।