ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার প্রয়াগরাজে নয়, বঙ্গেও হবে (Tribeni Kumbh Mela) কুম্ভস্নান। আজ অর্থাৎ ১১ ফেব্রুয়ারি থেকে হুগলী জেলার ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভস্নান উৎসব।
দুপুর ৩টে থেকে ৩:৩০ মিনিটঃ আনুষ্ঠানিক উদ্বোধন (Tribeni Kumbh Mela)
আজ ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দের অত্যন্ত (Tribeni Kumbh Mela) শুভ দিন। আজ উদ্বোধন হতে চলেছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবের। কথিত আছে ত্রিবেণী অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে সকল পাপ ধুয়ে যায়। আজ থেকে শিবপুর স্পোর্টিং ক্লাবের ময়দানে সেই কুম্ভ স্নান মহোৎসবের শুভ সূচনা হতে চলেছে।
দুপুর ৩.৩০ থেকে ৪.৩০- অন্তত দেড়শত শিল্পী সহযোগে নৃত্য পরিচালনা (Tribeni Kumbh Mela)
বাঙালীর সংস্কৃতিই তাঁর আসল (Tribeni Kumbh Mela) পরিচয়। উন্নতির শিখরে উঠেও নিজের শিকড়কে ভুলে যাইনি আমরা। আমাদের প্রাণ বাঁধা পড়ে আছে মাটির সঙ্গে। মাটির টানে আমরা ছুটে যাই বারবার। সেই বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ঝলক এখন উপস্থাপিত হবে আজ সকলের সামনে। একজন দুজন নয় একযোগে দেড়শত শিল্পীরা এই মঞ্চে উপস্থাপিত করবেন রায়বেঁশেও গৌড়ীয় নৃত্য কলা। আর শ্রী খোল বাদনের মাধ্যমে করা হবে গণেশ বন্দনা। পরিচালনায় বিদুষী মহুয়া মুখোপাধ্যায় ও ড: হরেকৃষ্ণ হালদার।
আরও পড়ুন: Mirror Vastu Tips: বাড়ির কোন দিকে রাখবেন কেমন আয়না? কী বলছে বাস্তুশাস্ত্র?
বিকেল ৪.৩০টে থেকে ৫.৩০টাঃ ধর্মসভা
পরবর্তী কর্মসূচি ধর্মসভা। এই ধর্মসভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট সব মানুষ।
৫.৩০ থেকে ৬.৩০- সপ্তর্ষি ঘাট ও ত্রিবেণী ঘাটে দীপ প্রজ্জ্বলন
এরপর সপ্তর্ষি ঘাট ও পূণ্য ত্রিবেণী ঘাটে একযোগে জ্বলে উঠবে কয়েকশো প্রদীপ। আর এই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমেই আরও একবার শুভ সূচনা হতে চলেছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবের।

সন্ধ্যা ৭.০০ মিনিটঃ উদ্বোধনী সঙ্গীত
এরপর নিবেদিতা সুরসঙ্গম এর শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে উদ্বধন করবেন এই অনুষ্ঠানের। পরিচালনায় শ্রীমতী মৃদুলা বন্দ্যোপাধ্যায়।
সন্ধ্যা ৭.২০ মিনিট থেকে ৮.০০ মিনিট- লীলা কীর্তন
লীলা কীর্তন বাংলা ও বাঙালি সংস্কৃতির আরও একটি লোক সংস্কৃতি। যেখানে শ্রী কৃষ্ণের লীলা গাথা ব্যক্ত করা হয় সুমধুর সঙ্গীতের মাধ্যমে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ উপস্থাপন করতে চলেছে লীলা কীর্তন। এই সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় শ্রীমতী অদিতি রায়, যন্ত্রসঙ্গত দেবেন শ্রী অনির্বাণ দাস।
রাত ৮.০০ থেকে ৮.৩০ মিনিটঃ মহিষাসুর মর্দিনী
শরতের শুভ্র আকাশের দিনে অশুভ শক্তির নিধন করতে বারবার ধরাধামে অবর্তীণ হন মা দুর্গা। মহিষাসুরকে বধ করে স্বর্গ মর্ত্য পাতালকে রক্ষা করেন অসুরের হাত থেকে। এই চিরাচরিত অশুভ শক্তি নিধনের গল্প নৃত্যের মাধ্যমে উপস্থাপন করতে চলেছে গৌড়ীয় নৃত্য ভারতী। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় শ্রীমতী মহুয়া মুখোপাধ্যায়, পন্ডিত অমিতাভ মুখোপাধ্যায়।
রাত ৮.৩০ থেকে ৯.৩০ মিনিট- ডক্টর হরেকৃষ্ণ হালদারের পরিচালনায় শ্রী খোল পরিবেশনা
আজকের এই অনুষ্ঠানের শেষে সকলে মেতে উঠবে শ্রীখোলের তালে তালে। শ্রী খোলের ছন্দে ছন্দে পূর্ণতা পাবে আজকের অনুষ্ঠান। সকলে দিন শেষে শরণাপন্ন হই শ্রী চৈতন্য দেবের। এই অপূর্ব সন্ধ্যাকে সুন্দর করে সমাপনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ডক্টর হরেকৃষ্ণ হালদার।