ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইপিএল এর ইতিহাসে বিরল ঘটনা। কেকেআর- চেন্নাই সুপার কিংস ম্যাচে ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ সম্মান প্রদর্শন (Tribute to Indian Army)। জাতীয় সঙ্গীতে গলা মেলালেন মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্কা রাহানে সহ দুই দলের ক্রিকেটাররা ও গোটা গ্যালারি।
সেনাকে সম্মিলিত সম্মান (Tribute to Indian Army)
পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনার প্রত্যাঘাতে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানি হানা দিয়ে ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। সেই প্রত্যাঘাতের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনাবাহিনীর এই অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা দেশ (Tribute to Indian Army)। সফল ‘অপারেশন সিঁদুর’ এর জন্য এবার ইডেন গার্ডেন্সেও বিশেষ সম্মান জানানো হল ভারতীয় সেনাকে। বুধবার ইডেন গার্ডেন্সে আইপিএলে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে প্রথমবার বাজলো জাতীয় সংগীত।
আরও পড়ুন: Rohit Sharma Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার! কে হবেন পরবর্তী অধিনায়ক?

সেইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে জানানো হলো বিশেষ সম্মান। তেমনই সমর্থকদের জন্যও ছিল বিশেষ উপহার। আইপিএলের ম্যাচে সাধারণত জাতীয় সঙ্গীত বাজানো হয় না। কখনও টুর্নামেন্টের শুরুর ম্যাচে কিংবা ফাইনালে এমনটা দেখা যায়। আন্তর্জাতিক ম্যাচ থাকলে অবশ্যই জাতীয় সঙ্গীত দিয়েই ম্যাচের শুরু হয় (Tribute to Indian Army)। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যের জন্য বুধবার ইডেনে ছিল অন্য মেজাজে। ভারতীয় সেনাকে সম্মান জানাতে ম্যাচ শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে। স্ক্রিনেও ভেসে ওঠে ভারতীয় সেনাকে গর্ব এবং সম্মানের বার্তা PROUD OF THE INDIAN ARMED FORCES । শুধু তাই নয়, এদিন মাঠে আগত সমর্থকদের জন্যও ছিল বিশেষ উপহার ‘ভুভুজেলা’ বাঁশি।
‘ভুভুজেলা’র গর্জন (Tribute to Indian Army)
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে সাড়া ফেলেছিল ভুভুজেলা। এর তীব্রতা এতটাই বেশি যে কান পাতা দায়। অপারেশন সিঁদুরের সাফল্যকে সম্মান জানাতেই যেন ইডেনে সমর্থকদের দেওয়া হল এই বাঁশি। সারাক্ষণ গর্জনে কাঁপল ইডেন। ইনিংস বিরতিতে অনেক সময়ই লেজার শো দেখা যায় (Tribute to Indian Army)। আবার কখনও ব্ল্যাকআউট করা হয়। অর্থাৎ মাঠের সমস্ত লাইট নিভিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো হয়। এদিনও ম্যাচের মাঝেই ইডেনে অন্ধকার। কিন্তু আলোর অভাব ছিল না। হাজারো মোবাইলের ফ্ল্যাশ লাইটে আলোকিত ইডেন। আবহ দেখে মনে হচ্ছিল, যেন ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক এভাবেই হয়েছিল, তারই যেন প্রতিচ্ছবি দেখা গেল ইডেন গার্ডেন্সে।

আরও পড়ুন: Rishabh Pant: রিশভ পন্তের ব্যাট নিস্প্রভ! চাপের ভারে নুয়ে পড়ছেন এলএসজি অধিনায়ক
বুধবার দেশজুড়ে চলে মক ড্রিল। তবে তার কোনও প্রভাব ইডেনে পড়েনি। শোনা গিয়েছিল দশ মিনিটের জন্য নিভে যেতে পারে ইডেনের ফ্লাডলাইট। কিন্তু তেমন কিছু হয়নি। তবে ‘অপারেশন সিঁদুর’এর রেশ ছিল।