ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি.কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। আর এরই মধ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্র যথা- হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে হবে উপনির্বাচন। আগামী ১৩ই নভেম্বর ভোট গ্রহণ। ২৩ নভেম্বর ভোটের ফল প্রকাশ। এদিকে উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কার ঝুলিতে পড়বে কটি আসন তার হিসেব কষতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, আর.জি.কর কাণ্ডের প্রভাব খুব বেশি নাও পরতে পারে আসন্ন ৬টি কেন্দ্রের বিধানসভা নির্বাচনে। তাঁরা দাবি করছেন, আরজি.কর কাণ্ডের প্রভাব শহর কলকাতায় পড়লেও, গ্রাম বাংলার ছবি একেবারে আলাদা। সেখানে আরজি.কর কাণ্ডের প্রভাব ভোট বাক্সে পড়বে না। আর এতেই ৬ বিধানসভা উপনির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী শাসক দল তৃণমুল কংগ্রেস।
আরও পড়ুন: https://tribetv.in/metro-railway-celebrating-its-40-glorious-year/
আসন্ন বিধানসভা উপনির্বাচনে যে ৬টি কেন্দ্রে ভোট হবে তার মধ্যে এর আগে ৫টিই ছিল তৃণমূলের দখলে। শুধু মাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে। কিন্তু, এই উপনির্বাচনের আগে শাসক দল অবশ্য বলছে, তাঁরা আসন্ন উপনির্বাচনে ছয়-শূন্য তে হারাবে বিরোধীদের। কিন্তু,আসন্ন উপনির্বাচনে কারা হচ্ছেন তৃণমূলের প্রার্থী? উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের।
তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু
সিতাইয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়
মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো
নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা
হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম
আরও পড়ুন: https://tribetv.in/youth-allegedly-died-due-to-mass-beating-at-murshidabad-areas/
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। বিরোধীদের অবশ্য দাবি, আরজি.কর কাণ্ডের প্রভাবে পড়বে আসন্ন উপনির্বাচনে। এখন দেখার জল কোনদিকে গড়ায়!