ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খান, বলিউডের কিং খান (King Khan)। তাঁকেও এখন পিছনে ফেলে দিলেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। আজ্ঞে হ্যাঁ। রীতিমতো ম্যাজিক করে যেন সবার মন জিতে নিলেন ‘ভাবি টু’। এমনকি পিছনে ফেলে দিলেন, দক্ষিণী তারকা সামান্থাকেও।
ন্যাশনাল ক্রাশ (Tripti Dimri)
তৃপ্তিকে (Tripti Dimri) অনেকেই বলেন, ন্যাশনাল ক্রাশ। সেই তকমা অনেক আগেই পেয়েছিলেন। এবার সেই তকমা আবারও ছিনিয়ে নিলেন। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। রণবীর কাপুরের ‘ অ্যানিম্যাল’ (Animal) মুক্তি পাওয়ার পর ‘ভাবি ২’ নামে তৃপ্তি রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন তখন সবাই বলেছিলেন, এই সুন্দরী লম্বা রেসের ঘোড়া। তারপর বলিউডকে (Bollywood) উপহার দিয়েছেন একের পর এক হাই ভোল্টেজ ছবি।
সবথেকে জনপ্রিয় অভিনেত্রী (Tripti Dimri)
বলিউডে এখন তৃপ্তির (Tripti Dimri) জমি বেশ শক্ত বলতে পারেন। কিন্তু তা বলে দীপিকা কিংবা ঐশ্বর্যার থেকে সেরা মুকুট কেড়ে নেবেন, এটা কি ভাবতে পেরেছিলেন? ‘ভাবি টু’ এর ম্যাজিকে আইএমডিবির তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হলেন তৃপ্তি দিমরি। ‘ লায়লা মজনু’, তারপর ‘বুলবুল’। পর্দায় তাঁর চমক আগাগোড়াই ছিল। তবে বলিউডে পোক্ত একটা জমি খুঁজে পাচ্ছিলেন না। আর তখনই তাঁর কাছে অফার এল অ্যানিম্যাল ছবির। ব্যাস, ভাগ্য খুলে গেল। বলিউডে এখন তৃপ্তির হাই ডিমান্ড।
আরও পড়ুন: Pushpa 2: ‘পুষ্পা টু’ মুক্তি পেতেই ফেঁসে গেলেন আল্লু অর্জুন! দায়ের খুনের মামলা
পর পর ছবি
অভিনেত্রী একের পর এক ছবিতে এখন সই করে চলেছেন। বলিউডের বিগ বাজেটের ছবিতেও অভিনয় করতে চলেছেন। সেটা কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’ হোক। কিংবা সিদ্ধান্তের সঙ্গে করণের নতুন ছবি ‘ধড়ক ২’। সবেতেই নজর কাড়ছেন। তৃপ্তির ব্যক্তিগত জীবন নিয়েও কম জল্পনা নেই। কয়েক মাস আগে বলিউডের হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল, হোটেল ব্যবসায়ী শ্যাম মার্চেন্টের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন। দু’জনের ছবিও ভাইরাল হয়। তার আগে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কার্নেশ শর্মার সঙ্গে নাকি তিনি প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট বলে দিয়েছেন, তাঁর আপাতত বিয়ের প্ল্যান নেই। ক্যারিয়ার নিয়েই থাকতে চান।
আরও পড়ুন: Dev: ‘খাদান’ নিয়ে চিন্তায় দেব! পুজো দিলেন তারাপীঠে, সঙ্গে পুরো টিম
আইএমডিবি তালিকায় সেরা
২০২৪ এর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হলেন তিনি। আইএমডিবির ২০২৪ সালের সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তারপর রয়েছেন ঈশান খট্টর। চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। ভাবা যায়? আলিয়া ভাট, দীপিকাকে নাকি পিছনে ফেলে দিলেন এই অভিনেত্রী। যা দেখে নেটনাগরিকদের চক্ষু চড়ক গাছ। আইএমডিবিতে আড়াইশো মিলিয়নেরও বেশি মাসিক ভিজিটারের প্রকৃত পেজ ভিউয়ের ভিত্তিতে, এই তালিকাটা তৈরি করা হয়। অ্যানিম্যালে অভিনয়ের মাধ্যমে ভাইরাল সেনসেশন হয়ে উঠেছিলেন তৃপ্তি। আইএমডিবির তালিকায় এখন তিনি শীর্ষস্থান দখল করলেন।