ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূর্ব চীনে প্রাকৃতিক দুর্যোগের জেরে (Tropical storm Co-May China) পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের মধ্যেই সাংহাইয়ে ২৮০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে শত শত ফ্লাইট ও ফেরি পরিষেবা। রাস্তায় ও রেলপথে গাড়ি ও ট্রেন চলাচলের ওপরও গতির নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
জলোচ্ছ্বাসের আশঙ্কা (Tropical storm Co-May China)
‘কো-মে’ নামের একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বুধবার ভোররাতে (Tropical storm Co-May China) চীনের চেচিয়াং প্রদেশের ঝউশান বন্দর শহরে প্রথমবারের মতো আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ৮.৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি হয়। এতে চীনের উপকূল, বিশেষ করে সাংহাই ও ঝউশানে বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে।
৬৪০টি ফ্লাইট বাতিল! (Tropical storm Co-May China)
যদিও কো-মে-র বাতাস টাইফুনের মতো প্রবল নয়, (Tropical storm Co-May China) তবে ইয়াংসি নদী অববাহিকার শহরগুলিতে কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে নারাজ। সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে বুধবার অন্তত ৬৪০টি ফ্লাইট বাতিল হতে পারে, যার মধ্যে পুডং বিমানবন্দরে ৪১০টি এবং হংকিয়াও বিমানবন্দরে ২৩০টি ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে।
ফেরি পরিষেবা বন্ধ
বুধবার সকাল থেকেই সাংহাইয়ের সব ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচলের গতি ঘণ্টায় ৬০ কিমির মধ্যে সীমিত করা হয়েছে। সাংহাই ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ড খোলা থাকলেও লেগোল্যান্ডে কিছু রাইড ও পারফরম্যান্স বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: Weather Forecast of WB: দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা, উত্তরে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস!
পাশের শহর নিংবো, ওয়েনঝু ও হ্যাংঝৌতেও একাধিক ফ্লাইট বাতিল ও গন্তব্য পরিবর্তনের ঘটনা ঘটেছে। ঝউশানের ৭৫ শতাংশের বেশি ফ্লাইট বুধবার সকালেই বাতিল করা হয়েছে। রেল চলাচলেও প্রভাব পড়েছে। কিছু ট্রেন চলাচল স্থগিত এবং কিছু রুটে গতি সীমিত করা হয়েছে। কো-মে ঝড়টি কেন্দ্রস্থলের কাছে ঘণ্টায় সর্বাধিক ৮৩ কিমি বেগে বাতাস বইয়ে আছড়ে পড়ে। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়টি সাংহাইয়ের আরও কাছাকাছি এলাকায় দ্বিতীয়বারের মতো আছড়ে পড়তে পারে।

সুনামির আশঙ্কা
রাশিয়ার ভূমিকম্প-উৎপন্ন সুনামির ঢেউ চীনের উপকূলে সন্ধ্যার মধ্যে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় সামুদ্রিক আবহাওয়া কেন্দ্র। সাংহাই ও ঝউশানে ১ মিটার উচ্চ ঢেউয়ের সতর্কতা জারি হয়েছে। প্রসঙ্গত, জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও ৩ মিটার পর্যন্ত ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প-উৎপন্ন সুনামি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেও শক্তি হারায় না।