Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। তার আগেই পাকিস্তানের খারাপ পারফর্মেন্সের কারণে সমস্যায় পড়তে পারে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান (Cricket)। বাদ পড়তে পারে দল থেকে।
বাদ পড়ার সম্ভাবনা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের
সামনেই এশিয়া কাপ, সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে এশিয়া কাপের মূল আকর্ষণ হলো ভারত পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচের আগে দুই দলই চায় নিজেদের সেরাটা নিয়ে মাঠে নামতে। দুই প্রতিপক্ষ কেউ কাউকে একটুও জমি ছাড়তে রাজি নয় মাঠে। সেই মতো চলে দুই দলের প্রস্তুতিও (Cricket)।

তবে এশিয়া কাপের আগেই পাকিস্তান দলের দুই তারকা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান কে নিয়ে সমস্যায় দল। আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দুই তারকার। তার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে ক্রমাগত তাদের এবং দলে খারাপ পারফর্মেন্স। বাদ দেওয়ার পাশাপাশি কমানো হতে পারে তাদের বেতনও (Cricket)।

এই বছর পাকিস্তান তিনটে টেস্ট খেলেছে তার মধ্যে মাত্র একটিতে জিতেতে পেরেছে পাকিস্তান দল। একদিনের ক্রিকেটেও তাদের অবস্থা আরও শোচনীয়। ১১ ম্যাচের মধ্যে মাত্র দুটোতে জিতেছে। টি-২০ তে পারফরমেন্সও নজরকাড়া নয়। ১৪ টি-২০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে পাকিস্তান। সদ্য শেষ হওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ এ বিশ্রীভাবে সিরিজ হেরেছে পাকিস্তান দল। সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বোর্ড (Cricket)।

বেতন কমতে পারে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানদেড়। প্লেয়ারদের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির ৩ শতাংশ থাকে আইসিসির লভ্যাংশে। ২ বছর আগে সিনিয়র প্লেয়ারদের চেইপ সেই ৩ শতাংশ প্লেয়ারদের চুক্তিতে রাখতে বাড্ডায় হলেও এবার সেটা বাদ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: Tour: এই জায়গা যেন ছবির থেকেও সুন্দর, জল-জঙ্গল জুটিতে বর্ষায় হিট
কদিন আগেই এশিয়া কাপে ভারতের কাছে বিশ্রীভাবে হারবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বসিত আলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে পরে মুহূর্তের মধ্যে। শূন্য রানে আউট হন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। মাত্র ৯ রান করেন বাবর আজম। মাত্র ২৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান (Cricket)।
আসন্ন এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেয়া হবে এশিয়া কাপকে। যা যুগ্মভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। একদিনের দলের থেকে আলাদা হবে পাকিস্তানের টি-২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ছিলেন না বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপেও এখন তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সময় বলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত (Cricket)।