ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এতদিন ধরে যে স্থানে ‘পরিণীতা‘ (TRP List) রাজ করছিল, সেই স্থান এবার হারাল। তাও আবার একই চ্যানেলের ধারাবাহিকের কাছে। বিগত কয়েক সপ্তাহ ধরে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল ‘ফুলকি’ (Phulki), ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri) আর ‘পরিণীতা’র মধ্যে। চলতি সপ্তাহে টিআরপি লিস্টে (TRP List) ঘটে গেল বড় রদবদল। প্রথম স্থান থেকে ছিটকে গেল ‘পরিণীতা’। সেরার সেরা হল কোন ধারাবাহিক? ‘পরিণীতা’ এখন কত নম্বরে রয়েছে?
যৌথ ভাবে প্রথম দুই ধারাবাহিক (TRP List)
বাংলা নতুন বছরের প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় বড় (TRP List) ধাক্কা। বিগত কয়েক মাস ধরে শীর্ষে একচেটিয়া রাজ করে গিয়েছে পরিণীতা। কিন্তু চলতি সপ্তাহে সেই জায়গা ধরে রাখতে পারল না। পরিণীতা এখন রয়েছে দ্বিতীয় স্থানে। আর পরিণীতাকে সরিয়ে জি বাংলার (zee bangla) দুই ধারাবাহিক যৌথ ভাবে দখল করল প্রথম স্থান। এক জগদ্ধাত্রী, আর দুই ফুলকি। এই সপ্তাহে যৌথ ভাবে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৭। অপরদিকে ৬.৯ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’।
প্রথম পাঁচে কারা? (TRP List)
গত সপ্তাহে তৃতীয় স্থানে (TRP List) ছিল ‘রাঙামতি তীরন্দাজ’। এই সপ্তাহেও ৫.৯ রেটিং পেয়ে স্টার জলসার এই ধারাবাহিক তৃতীয় স্থানেই রয়েছে। একইভাবে এই সপ্তাহে ৫.৮ রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। পঞ্চম স্থানে রয়েছে দুই ধারাবাহিক। ৫.৫ নম্বর পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ এবং স্টার জলসার ‘গীতা এলএলবি’।
সপ্তমে ৪ ধারাবাহিক
৫.৩ রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার ‘কথা’। অপরদিকে সপ্তম স্থানে রয়েছে একসাথে চারটি ধারাবাহিক। জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘মিত্তির বাড়ি’। অপরদিকে রয়েছে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ এবং ‘চিরসখা’। এই চার ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৫.১। ৪.১ পেয়ে অষ্টম স্থানে যৌথ ভাবে রয়েছে ‘রোশনাই’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। এই দুই ধারাবাহিক স্টার জলসায় সম্প্রচারিত হয়। নবম স্থানে রয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। দশম স্থানে রয়েছে ‘তুই আমার হিরো’।

আরও পড়ুন: Supreme Court on SSC: সুপ্রিম কোর্টে চাকরিহারাদের স্বস্তি, বাড়ল নিয়োগের সময়সীমা!
তালিকায় নেই কারা?
এবারের টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি ‘মিঠিঝোরা’, ‘দুই শালিক’, ‘তেঁতুলপাতা’, ‘শুভ বিবাহ’, ‘আনন্দী’র মতো জনপ্রিয় ধারাবাহিক গুলো। প্রতিবছর আইপিএল শুরু হলে, টিআরপিতে কম বেশি একটু ভাটা পড়ে। নম্বর কমে অধিকাংশ মেগার। তাই কি টপার পজিশনটা হারিয়ে ফেলল পরিণীতা? বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষ জায়গা ধরে রেখেছিল। কিন্তু এবার পারেনি। তার আগে রয়েছে দুই ধারাবাহিক। একই চ্যানেলের তিন ধারাবাহিকের মধ্যে এখন চলছে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই।