Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকল এড়িয়ে গিয়েছিলেন? নিউইয়র্ক টাইমস (NYT)-এর একটি নতুন প্রতিবেদন সেই প্রশ্নকেই সামনে আনছে(Trump Call To Modi)। জার্মান এক সংবাদপত্রের দাবি ঘিরেই উঠে এসেছে এই ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে একাধিকবার মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, কিন্তু সাড়া পাননি।
শেষ ফোনালাপ জুনে (Trump Call To Modi)
আধিকারিকভাবে মোদী (Narendra Modi) ও ট্রাম্পের শেষ ফোনালাপ হয়েছিল ১৭ জুন(Trump Call To Modi)। সেদিন কানাডার জি-৭ শীর্ষ সম্মেলন ছেড়ে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাচ্ছিলেন ট্রাম্প। সেই ফ্লাইটেই মোদীকে ফোন করেন তিনি। যদিও নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকটি বাতিল হয়ে যায়। জানা গেছে, ট্রাম্প তখন মোদীর ওয়াশিংটনে একবার থামার অনুরোধ করেছিলেন। কিন্তু মোদীর ক্রোয়েশিয়া সফরের পূর্ব প্রতিশ্রুতির কারণে সেই অনুরোধ প্রত্যাখ্যাত হয়।
পাকিস্তান প্রসঙ্গের আশঙ্কা (Trump Call To Modi)
ভারতীয় কূটনৈতিক মহল মনে করে, ট্রাম্প চেয়েছিলেন ওয়াশিংটনে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে একসঙ্গে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে মোদীকে হাজির করতে। সেটি ভারতের কাছে অত্যন্ত অস্বস্তিকর হতো, কারণ আন্তর্জাতিক মঞ্চে ভারত-পাকিস্তানকে সমানতালে দেখানোয় কূটনৈতিকভাবে ভারতের অবস্থান দুর্বল হতে পারত।

আরও পড়ুন : RSS Mohan Bhagwat : কেন আরএসএস চাইছে না ভারতের অবস্থা জাপানের মত হোক?
বাণিজ্য চুক্তি ও সম্পর্কের টানাপড়েন (Trump Call To Modi)
ট্রাম্প প্রশাসন ভারতের কৃষি ও দুগ্ধ খাত খুলে দেওয়ার দাবি জানালেও নয়াদিল্লি তা মানতে রাজি হয়নি। ফলস্বরূপ, ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। স্থগিত হয়ে যায় বাণিজ্য চুক্তির আলোচনা। এর পর থেকেই দুই দেশের সম্পর্কে শীতলতা স্পষ্ট হয়।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের আচরণে আশঙ্কা (Trump Call To Modi)
NYT জানিয়েছে, ভারতের উচ্চ পর্যায়ে আশঙ্কা ছিল—ট্রাম্প টেলিফোন আলোচনার আসল কথাবার্তা না মেনে নিজের মতো করে সামাজিক মাধ্যমে (Truth Social-এ) কিছু লিখে দিতে পারেন। এর ফলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারত। এই কারণেই মোদী প্রশাসন নতুন কোনও ফোনালাপে আগ্রহ দেখায়নি।

আরও পড়ুন : PM Modi Japan Visit : হাই-স্পিড রেল থেকে চন্দ্রযান-৫! জাপান সফরে একাধিক প্রকল্পে সহযোগিতার আদায় মোদির
ট্রাম্পের একতরফা দাবি (Trump Call To Modi)
এর আগে মে মাসে ট্রাম্প দাবি করেছিলেন যে, ভারত-পাকিস্তান সংঘাতের সময় তাঁর চাপেই যুদ্ধবিরতি হয়েছিল(Trump Call To Modi)। এ ব্যাপারে নয়াদিল্লি হতভম্ব হয়ে পড়ে, কারণ বাস্তবে তার কোনও ভিত্তি ছিল না। আবার তিনি এলোমেলোভাবে যুদ্ধবিমান নামানোর সংখ্যা নিয়েও মন্তব্য করেছিলেন।
হোয়াইট হাউসের অস্বীকার
যদিও হোয়াইট হাউসের মুখপাত্র দাবি করেছেন, ট্রাম্প মোদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন—এমন কোনও তথ্য তাদের কাছে নেই। কিন্তু নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন স্পষ্টই বলছে, কয়েক দফায় মোদীর কাছে ফোন পৌঁছানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প।
দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের হলেও, ট্রাম্পের আকস্মিক মন্তব্য, অতিরঞ্জন ও অযথা প্রকাশ্য দাবি ভারতের কূটনীতিকে সতর্ক করেছে। ফলে মোদীর ‘ফোন সাড়া না দেওয়া’ ঘটনাটিকে অনেকেই কূটনৈতিক দূরত্বের প্রতীক বলেই মনে করছেন।