ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Trump Dance)। তিনি আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের যাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগের দিন রবিবার রাতে একটি উদ্বোধনী অনুষ্ঠানে বিখ্যাত ডিস্কোর তালে পা মেলালেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াইএমসিএ (Trump Dance)
মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আগের দিন রবিবার রাতে একটি প্রাক উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে ১৯৭০-এর দশকের ক্লাসিক ডিস্কো ‘ওয়াইএমসিএ’-এর বিখ্যাত নৃত্যের তালে পা মেলালেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Dance)। ওয়াশিংটন ডিসি-তে ট্রাম্পের প্রাক-উদ্বোধন সমাবেশের একটি অনুষ্ঠানে এই ‘ওয়াইএমসিএ’- এর বিখ্যাত নৃত্যের তালে নাচলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
দ্য মেক আমেরিকা গ্রেট এগেইন র্যালি (Trump Dance)
রবিবার রাতে ক্যাপিটল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত ‘দ্য মেক আমেরিকা গ্রেট এগেইন র্যালি’-তে ডিস্কো গ্রুপ সহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন (Trump Dance)। সেই অনুষ্ঠানে নব নির্বাচিত প্রেসিডেন্ট ‘ওয়াইএমসিএ’-এর বিখ্যাত নিত্যের তালে নাচলেন সমর্থকদের সঙ্গে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট নাচের তালে গা মেলানোর পাশাপাশি ঐ ডিস্কো গ্রুপের ব্যান্ডের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে করমর্দন করেন। ঐ ব্যান্ড ১৯৭৮ সালের একটি ‘গে’ সঙ্গীত গাইতে শুরু করলে সেই গানের সঙ্গে হাতে তালি দিয়ে নাচতে থাকেন। ব্যান্ড তাদের পারফরম্যান্স শেষ করার পর, নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প মঞ্চ থেকে বেরিয়ে আসেন। শপথ গ্রহণের আগের রাতে এই অনুষ্ঠানে ট্রাম্পের নাচ ইতিমধ্যেই বেশ আলোচনায় এসেছে।
আরও পড়ুন: Donald Trump on TikTok: আমেরিকায় ফিরছে টিকটক, আশ্বাস দিলেন ট্রাম্প
অনুষ্ঠানে ছিলেন ইলন মাস্ক
ট্রাম্পের শপথ গ্রহণের আগের রাতে প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের মঞ্চে যোগ দিয়েছিলেন টেসলার সিইও এলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারে একাধিক বার দেখা গেছে টেসলার সিইওকে। সেই সমস্ত প্রচারে ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী করার আবেদনও জানিয়েছিলেন আমেরিকার জনগণের কাছে। আর ট্রাম্প নির্বাচনে জয়ের পরে বিজয়ী ভাষণে ইলন কে সঙ্গে নিয়েছিলেন। এবার শপথ গ্রহণের আগের রাতের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে সাথে নিলেন ট্রাম্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিড রক এবং লি গ্রিনউড- এর মতো সঙ্গীত শিল্পীরাও।
আরও পড়ুন: Donald Trump: শপথ নেওয়ার পরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ট্রাম্পের
ট্রাম্পের নাচ
ট্রাম্পকে এর আগেও এরকম অনুষ্ঠানে নাচতে দেখ গেছে। ৭৮ বছর বয়সেও ট্রাম্পের এই নাচ বহু ট্রাম্প সমর্থকদের মন ছুঁয়ে নিয়েছে। এই ‘ওয়াইএমসিএ’-এর গানটি ট্রাম্প খুবই পছন্দ করে। এই জন্য ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্যান্ডটি ট্রাম্পের প্রচারে সঙ্গীত বাজানোর অনুমতি দিয়েছিল।কিন্তু ২০২০ সালের জুন মাসে তাঁরা এই অনুমতি তুলে নেয়। এরপর ২০২৪ সালে আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে, ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ভিক্টর উইলিস বলেছিলেন যে তিনি ট্রাম্পের সমাবেশে ট্র্যাকটি বাজানো নিয়ে কিছু মনে করেন না। কারণ তিনি “গানটি সত্যিকারের পছন্দ করেছেন বলে মনে হচ্ছে”।