ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করবে।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Russia-Ukraine ceasefire)।গত ৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেন চলছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ক্ষত সারাতে ক্ষমতায় এসেই দুই দেশের যুদ্ধবিরতি করাতে তৎপর হন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই সোমবার এই ইস্যুতেই পুতিনের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের বড় ঘোষণা (Russia-Ukraine ceasefire)
সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ২ ঘণ্টার কথোপকথন শেষ হল(Russia-Ukraine ceasefire)। রাশিয়া ও ইউক্রেন দ্রুত যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু করবে। যুদ্ধবিরতির শর্ত দুই রাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনা করবে।’ পাশাপাশি এই যুদ্ধ শেষের পর রাশিয়ার সঙ্গে বৃহত্তর বাণিজ্যের বার্তা দিয়ে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই রক্তপাত শেষ হওয়ার পর বৃহত্তর বাণিজ্যের পরিসর তৈরি করতে। রাশিয়ার জন্য বিপুল কর্মসংস্থান এবং সম্পদ তৈরির একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। একইভাবে, ইউক্রেন দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় বাণিজ্যের দিক থেকে সুবিধাভোগী হতে পারে।’
বিশ্ব নেতাদের সঙ্গে কথা ট্রাম্পের (Russia-Ukraine ceasefire)
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছেন তিনি(Russia-Ukraine ceasefire)। দাবি করা হচ্ছে, পোপের উপস্থিতিতে ভ্যাটিকানে এই আলোচনা হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্টের বার্তা (Russia-Ukraine ceasefire)
ট্রাম্প-পুতিন ফোনালাপের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দু’বার কথা হয়েছে তাঁর(Russia-Ukraine ceasefire)। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার আগেই তাঁর সঙ্গে ট্রাম্প ফোনে কথা বলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, ‘ইউক্রেন সব সময় শান্তির পক্ষে। রাশিয়া যদি হত্যা বন্ধ না করে, বন্দিদের মুক্তি না দেয়, যদি পুতিন আবার কোনও অবাস্তব দাবি তোলেন, তবে বুঝে নিতে হবে রাশিয়া যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।’
আরও পড়ুন- Allahabad High Court: সম্ভলের সমীক্ষার নির্দেশ বহাল, মসজিদ কমিটির আর্জি খারিজ
রুশ প্রেসিডেন্টের প্রতিক্রিয়া (Russia-Ukraine ceasefire)
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষে পুতিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে ইউক্রেনের সঙ্গে সংঘাত থামানোর মূল নীতি, চুক্তি স্বাক্ষর সংক্রান্ত কথা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে(Russia-Ukraine ceasefire)।’তিনি আরও বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা বিশ্বাস করার কারণ খুঁজে পাই যে আমরা সাধারণত সঠিক পথে আছি। আমাদের কেবল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলি নির্ধারণ করতে হবে।’ উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মাধ্যমে শুরু হওয়া ইউরোপ মহাদেশে চলা যুদ্ধের অবসান ঘটাতে লড়াই করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে তিনি হোয়াইট হাউসে ফিরে আসার পরে, দ্রুত সংঘাতের নিষ্পত্তি করবেন।