ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে জোরকদমে কাজ চলছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে (India US Trade Talks)। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) সঙ্গে বিষয়বস্তু চূড়ান্ত করছেন বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক সাংবাদিক বৈঠকে বলেন, “সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। খুব শীঘ্রই প্রেসিডেন্ট নিজেই চুক্তি নিয়ে ঘোষণা করবেন।” তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন ভারতকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র’ হিসেবে দেখছে।
৯ জুলাইয়ের মধ্যে ঘোষণা (India US Trade Talks)
আমেরিকার নতুন শুল্কনীতি বর্তমানে ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে (India US Trade Talks)। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন, তিনি আর সময় বাড়াতে চান না। ফলে ওই সময়সীমার মধ্যেই চুক্তি সম্পন্ন করতে উভয় পক্ষ তৎপর। কূটনৈতিক সূত্রের খবর, ৮ জুলাই একটি আন্তর্বর্তী বাণিজ্যচুক্তি ঘোষণার সম্ভাবনা প্রবল। এই উদ্দেশ্যে বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। পাশাপাশি মার্কিন সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যদিও তাঁর সফরের মূল উদ্দেশ্য কোয়াড গোষ্ঠীর বৈঠক, তবু বাণিজ্যচুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা প্রবল।
কৃষি, দুগ্ধ ও ইস্পাত খাত (India US Trade Talks)
যদিও চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে একাধিক খাতে এখনও মতপার্থক্য রয়ে গিয়েছে (India US Trade Talks)। বিশেষত গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে চলছে জোরালো দর কষাকষি। সূত্রের খবর, আমেরিকা ভারতের কৃষি ও দুগ্ধ খাতে আরও বেশি বাজার অ্যাক্সেস চাইছে, কিন্তু নয়াদিল্লি সেই প্রস্তাবে এখনও সবুজ সঙ্কেত দেয়নি। ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, “বড় লক্ষণরেখাগুলির মধ্যে কৃষি ও দুগ্ধজাত খাত রয়েছে। এই ক্ষেত্রে আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।”

আরও পড়ুন: Trump VS Musk : মার্কিন রাজনীতিতে ‘ট্রাম্প বনাম মাস্ক’ সংঘাত! ‘আমেরিকা পার্টি’ তৈরির ইঙ্গিত ইলনের
রাজনৈতিক সম্পর্ক চাঙ্গা, কূটনৈতিক ভারসাম্য বজায় (India US Trade Talks)
ভারত-আমেরিকা সম্পর্ক কেবল বাণিজ্য নয়, কৌশলগত বন্ধুত্বের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে (India US Trade Talks)। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত সুসম্পর্কপূর্ণ। দুই দেশের নেতৃত্বই এই সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।” চিনের প্রভাব মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে, সে কথাও উঠে এসেছে এই সাংবাদিক সম্মেলনে। যদিও ক্যারোলিন সরাসরি চিনের নাম নেননি, তবে কৌশলগত দিক থেকে ভারতের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

ঘোষণা আসন্ন, চুক্তির দিকেই এগোচ্ছে দুই দেশ (India US Trade Talks)
সবমিলিয়ে স্পষ্ট যে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি এখন কার্যত চূড়ান্ত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে (India US Trade Talks)। সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আলোচনা আরও গতি পেয়েছে। যদিও কিছু খাতে মতবিরোধ রয়ে গিয়েছে, তবে উভয় পক্ষই আপসের পথ খুঁজছে।চূড়ান্ত চুক্তি না হলেও ৮ জুলাই একটি অন্তর্বর্তী সমঝোতা ঘোষণার সম্ভাবনা প্রবল। এর মাধ্যমে শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, কৌশলগত অংশীদারিত্বও নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে—এমনটাই মত কূটনৈতিক মহলের।