ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০০ পাতার এই নথিতে ২০১৯ সালে কারাগারে মৃত্যু হওয়া এপস্টাইনের বিরুদ্ধে সরকার যে প্রমাণ সংগ্রহ করেছে তার তালিকাও অন্তর্ভুক্ত রয়েছে (Trump in Epstein List)। এই তালিকায় নাম রয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের।
মার্কিন বিচার বিভাগের নথি প্রকাশ (Trump in Epstein List)
আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের যোগাযোগ তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পপ তারকা মাইকেল জ্যাকসন, অভিনেতা অ্যালেক বল্ডউইন ও চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন (Trump in Epstein List)। শুক্রবার মার্কিন বিচার দফতর প্রকাশিত এক নথিতে এই তথ্য জানা গেছে। এই তালিকায় আরও উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, রোলিং স্টোনসের প্রধান গায়ক মিক জ্যাগার ও সংগীতশিল্পী কোর্টনি লাভ।
এরা ছাড়াও ছাড়া তালিকায় ছিলেন সুপারমডেল নাওমি ক্যাম্পবেল, রবার্ট এফ কেনেডি জুনিয়রের মা এথেল কেনেডি, প্রাক্তন বিদেশমন্ত্রী জন কেরি, প্রয়াত সেনেটর টেড কেনেডি, আইনজীবী অ্যালান ডারশোউইটজ এবং অভিনেতা ডাস্টিন হফম্যান ও রাল্ফ ফিনেস। তালিকায় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানা ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা ট্রাম্পের নামও।
এপস্টাইনের বিমান যাত্রীদের তালিকায় ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রুসহ অনেক বিশিষ্ট ব্যক্তি (Trump in Epstein List)
সাম্প্রতিক নথি অনুযায়ী (Trump in Epstein List), এপস্টাইনের ব্যক্তিগত বিমানের যাত্রী তালিকায় উল্লেখ রয়েছে বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প, কেভিন স্পেসি, নাওমি ক্যাম্পবেল, ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু, টমি কুইন, দিদিয়ের, মার্ক মিডলটন, শ্যারন রেনল্ডস, অ্যান্ডি স্টুয়ার্ট, মারিয়া শ্রিভার, ম্যাট গ্রোপ, বব ওয়েন্ডি, এমি টেলর, জিন লুক ব্রুনেল, ল্যারি সামার্স, গ্লেন ডুবিন, অ্যালান ডারশোউইটজ, অ্যালান গ্রিনবার্গ, সোফি বিডল, ইরা জুকারম্যান, গিসলেইন ম্যাক্সওয়েল, ইভা অ্যান্ডারসন, জোয়ান আলেসি সহ অন্যান্য প্রমুখ ব্যক্তিদের নাম।
আরও পড়ুন: Israel: ইজরায়েলে ফের জঙ্গি হামলা, সজোরে ধেয়ে এল উন্মত্ত গাড়ি
নির্যাতিতাদের তালিকা প্রকাশ করেনি বিচার দফতর
মার্কিন বিচার বিভাগ এপস্টাইনের ম্যাসাজ থেরাপিস্টদের একটি সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে, তবে নির্যাতিতাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এই তালিকায় মোট ২৫৪ জনের নাম রয়েছে।
এপস্টাইনের অপরাধ ও তার বিতর্কিত জীবন
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, “ফেজ ওয়ান” নামের একটি ফাইল থেকে প্রাপ্ত তথ্য বড় কোনো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেনি। বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে এপস্টাইনের সম্পর্কের বিষয়ে তেমন কোনও নতুন তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন: Israel Army Probe: অক্টোবর ৭ হামলা প্রতিরোধে “সম্পূর্ণ ব্যর্থতা” স্বীকার করল ইসরায়েলি সেনা
এপস্টাইন দীর্ঘদিন ধরে বহু অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন। বহু নারী অভিযোগ করেছিলেন, এপস্টাইন তাদেরকে নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোর বাড়ি এবং ব্যক্তিগত ক্যারিবিয়ান দ্বীপে অতিথিদের জন্য যৌন পরিষেবা দিতে বাধ্য করতেন।
আত্মহত্যা
২০১৯ সালে আমেরিকার কারাগারে আত্মহত্যা করেন এপস্টাইন। এর ফলে তার বিরুদ্ধে চলমান সমস্ত আইনি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তার মৃত্যুর পর, ৬৩৪ মিলিয়ন ডলারের সম্পত্তি থেকে ক্ষতিপূরণ তহবিল গঠন করা হয়, যার থেকে নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।