Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে এ বার সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মুখোমুখি বসাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Zelensky Putin Meeting)। শুধু তাই নয়, তিনি নিজেও সেই বৈঠকে উপস্থিত থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন ওয়েব পোর্টাল Axios এবং রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা TASS জানিয়েছে, আগামী ২২ অগস্ট এই বৈঠক হতে পারে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
আলাস্কা বৈঠকের পর নতুন উদ্যোগ (Zelensky Putin Meeting)
গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই সক্রিয় হন ট্রাম্প(Zelensky Putin Meeting)। সূত্র অনুযায়ী, বৈঠক শেষে তিনি ফোন করেন জেলেনস্কি, ব্রিটেনের প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর এবং ফরাসি প্রেসিডেন্টকে। তখনই ট্রাম্প (Donald J. Trump) নাকি জানান, তিনি পুতিন এবং জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করছেন। যদিও বৈঠকের স্থান ও সঠিক সময় এখনও নিশ্চিত হয়নি। বিশ্লেষকরা বলছেন, পুতিন ও জেলেনস্কি— দু’জনকেই একই টেবিলে বসানো ট্রাম্পের পক্ষে সহজ হবে না।
প্রচারে দেওয়া প্রতিশ্রুতির চাপ (Zelensky Putin Meeting)
ভোট প্রচারের সময় থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন(Zelensky Putin Meeting)। কিন্তু বাস্তবে সাড়ে তিন বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধ হয়নি। এর ফলে বিরোধীদের পাশাপাশি আমেরিকার ভেতরেও প্রশ্ন উঠছে তাঁর প্রতিশ্রুতি নিয়ে। যদিও ট্রাম্প দাবি করছেন, আলাস্কার বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং শিগগিরই যুদ্ধ শেষ করার রাস্তাও বের হবে।

আরও পড়ুন : Trump Zelensky Meeting : জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প ছাড়াও উপস্থিত থাকবেন একাধিক ইউরোপের রাষ্ট্রনেতারাও
ডনবাস অঞ্চল নিয়ে বিতর্ক (Zelensky Putin Meeting)
মার্কিন দৈনিক The New York Times-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখতে পারেন ট্রাম্প(Zelensky Putin Meeting)। রাশিয়া দীর্ঘদিন ধরেই এই শর্তে যুদ্ধবিরতির কথা বলছে। বর্তমানে লুহানস্ক রাশিয়ার দখলে থাকলেও ডনেৎস্কে লড়াই অব্যাহত। খনিজ সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ইউক্রেন ডনবাস ছাড়তে রাজি নয়। জেলেনস্কি অতীতে একাধিকবার এ ধরনের প্রস্তাব নাকচ করেছেন।
শান্তিচুক্তি না সংঘর্ষবিরতি? (Zelensky Putin Meeting)
ট্রাম্পের দাবি, কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তিই যুদ্ধ থামানোর একমাত্র পথ। ইউরোপীয় কূটনীতিকদের সূত্রে খবর, ট্রাম্প নাকি বিশ্বাস করেন— জেলেনস্কি ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছাড়লেই শান্তি আসবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, জেলেনস্কি এই প্রস্তাবে রাজি না হলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

অনিশ্চয়তার ছায়া (Zelensky Putin Meeting)
যদিও ট্রাম্প প্রকাশ্যে এখনও সরাসরি ত্রিপাক্ষিক বৈঠকের ঘোষণা দেননি, তবে তাঁর সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করছে— তিনি দ্রুত কোনও সমাধানে পৌঁছাতে মরিয়া। আগামী সপ্তাহে ওয়াশিংটনে জ়েলেনস্কি-ট্রাম্প বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব। এই বৈঠক থেকে বাস্তবিক কোনও শান্তি-সমাধান বেরিয়ে আসে কিনা, তা-ই দেখার।