Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরছেন রিপাবলিকান প্রাথী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের এই জয়ের অন্যতম কারণ ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি। ট্রাম্পের ভোটের প্রচারে আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেনকে যুদ্ধের জন্য কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করবেন না। বরং তিনি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ সমাপ্ত করবেন। আর ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত হতেই আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ফোনালাপ সারলেন (Trump-Putin Call) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
সম্পর্ক ভালো (Trump-Putin Call)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ সদর্থক বলে মনে করেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা (Trump-Putin Call)। প্রেসিডেন্ট পুতিনের ও ট্রাম্পের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। এই জন্য মনে করা হয়েছিল যদি ট্রাম্প প্রেসিডেন্ট হন তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। আর ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত হতেই তিনি সেই লক্ষে কাজ শুরু করেও ফেলেছেন।
আরও পড়ুন: Bangladesh News: ফের অশান্ত পড়শি দেশ, পাল্টা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের
ফোন করেন পুতিনকে (Trump-Putin Call)
গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে (Trump-Putin Call)। এমনই দাবি একটি মার্কিন সংবাদ সংস্থার। এই ফোনালাপে পুতিনের সঙ্গে ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ-আলোচনা হয়েছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকি এই ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্টকে আমেরিকার ক্ষমতাকেও স্মরণ করিয়ে দিয়েছেন বলেও খবর।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
ইউক্রেনের সঙ্গেও কথা
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলার আগের দিন গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ওই ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্টকে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলেও খবর। তবে ট্রাম্প ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে থামানোর ও দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার কথাও জানিয়েছেন।
আরও পড়ুন: Blast: ফের কেঁপে উঠল পাকিস্তান, কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৪
অর্থ খরচ করবে না আমেরিকা
আগেই ট্রাম্প জানিয়েছিল বাইডেন সরকারের মতো ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোটি কোটি ডলার অর্থ খরচ করবে না। আর প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফেরা নিশ্চিত হতেই তা আবারও বুঝিয়ে দিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাতটি সুইং স্টেটই ডেমোক্রেটদের হাত থেকে ছিনিয়ে নিয়ে জয়ী হয়েছেন ট্রাম্প।
আগামী ২০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট পদ থেকে অব্যহতি নেবেন। আর তার পরেই হোয়াইট হাউসে দ্বিতীয় বারের জন্য ফিরবেন ট্রাম্প। তার আগেই ইউক্রেনকে যথেষ্ট পরিমাণে সহায়তা জো বাইডেন সরকার পৌঁছে দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারপর পূর্ব ইউরোপের এই সমস্যা নিয়ে ট্রাম্প সরকার কোন পথে এগোবে সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।