ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump-Putin) নির্বাচনী প্রচারে বারবার বলেছেন, তিনি ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু বাস্তবে কি তাই?
ট্রাম্প-পুতিনের বৈঠক হবে কোথায়? (Trump-Putin)
২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও (Trump-Putin) আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের কথা হয়নি। ট্রাম্পের সরাসরি কথোপকথনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনীতিকরা। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে মুখোমুখি আলোচনারও পরিকল্পনা হচ্ছে, যদিও সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে এই বৈঠক হতে পারে।
যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্পের! (Trump-Putin)
ট্রাম্পের নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য ছিল (Trump-Putin) যুদ্ধ বন্ধ করা, তা হামাস-ইজরায়েল সংঘাত বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধই হোক। ইতিমধ্যে, গাজ়ার যুদ্ধবিরতির কৃতিত্বও তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি দাবি করেছেন, সেখানে আমেরিকার নতুন পরিকল্পনা রয়েছে, প্যালেস্টাইনিদের অন্যত্র সরিয়ে দিয়ে ‘মিডলইস্টের রিভিয়েরা’ গড়ে তোলার। এর মধ্যেই, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আবেগঘন বক্তব্য রাখলেন এবং যুদ্ধে নিহত তরুণদের জন্য দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন: Bangladesh Gazipur Incident: গাজীপুরে ছাত্রনেতাকে গুলি, পদক্ষেপের আশ্বাস পুলিশের
মৃত্যু মিছিল থামাতে চান ট্রাম্প
ট্রাম্প জানান, “এই সব নিহত মানুষ যারা তরুণ, তাদের বয়স একেবারে অল্প, সুন্দর মানুষ। তাঁরা আপনাদের সন্তানের মতোই।” তিনি জানান, সীমান্তের দু’দিকেই তরুণ যোদ্ধারা মারা যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মিছিল থামাতে চান তিনি এবং পুতিনও।
নিশ্চিত নন পেসকোভ
ট্রাম্পের এই বক্তব্যের পর ক্রেমলিনের তরফে কোনও স্পষ্ট মন্তব্য করা হয়নি। মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, “নানা রকম কথা শোনা যাচ্ছে। আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।”

ইরানের সঙ্গে সমঝোতায় ট্রাম্প
এছাড়া, ইজরায়েল ও ইরান সম্পর্কেও ট্রাম্প কথা বলেছেন। তিনি জানান, ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র-বর্জন চুক্তি করতে চান এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা করতে আগ্রহী। ট্রাম্পের মতে, “ওরা মরতে চায় না। কেউ মরতে চায় না।”
বাস্তবে কি সম্ভব?
ট্রাম্পের এসব বক্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, তিনি বাস্তবে যুদ্ধ থামাতে কতটা সক্ষম হন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার পথে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।