Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের অদূরে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-এর রানওয়েতে শুক্রবার ভিন্নধর্মী কূটনৈতিক দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব(Trump Putin Meeting )। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করমর্দনের কয়েক মুহূর্ত পরই আকাশে ভেসে উঠল এক মার্কিন বি-২ স্পিরিট স্টেল্থ বোমারু বিমান এবং তার সঙ্গে চারটি এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান।
প্রাক্তন কেজিবি গোয়েন্দা পুতিন স্বভাবতই আকাশের দিকে তাকালেন, হাঁটার গতি ধীর করলেন। অন্যদিকে ট্রাম্প হেসে পুতিনের কানে কিছু বলেন এবং আলতো করে তাঁর পিঠে হাত রাখেন। দুই নেতার এই আন্তরিক মুহূর্ত যেন চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ফুটিয়ে তুলল।
পাঁচ বছর পর মুখোমুখি, তবু যুদ্ধবিরতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নয় (Trump Putin Meeting )
প্রায় পাঁচ বছর পর মুখোমুখি হলেন দুই নেতা। ৬৪ হাজার একরজুড়ে বিস্তৃত এই সামরিক ঘাঁটি আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের বৃহত্তম ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক হয় ট্রাম্প-পুতিনের মধ্যে।
বৈঠকের পর ট্রাম্প জানান, আলোচনা ‘ফলপ্রসূ এবং ইতিবাচক’ হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুতিনও একই কথা পুনরাবৃত্তি করেন, তবে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ট্রাম্প-পুতিন ব্যক্তিগত সমীকরণে দৃঢ় আস্থা (Trump Putin Meeting )
যুদ্ধবিরতির বিষয়টি অনিশ্চিত থাকলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দুই নেতা আশাবাদী(Trump Putin Meeting )। পুতিন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald J. Trump) সঙ্গে আমার ভালো, ব্যবসায়িক ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠেছে।” তাঁর মতে, এই আস্থার ভিত্তিতেই ভবিষ্যতে ইউক্রেন সংকট সমাধানের সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন যে ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট হলে রাশিয়া কখনও ইউক্রেন আক্রমণ করত না। পুতিন কার্যত এই দাবিকেই সমর্থন করে বলেন, তিনি সে সময় আমেরিকার তৎকালীন প্রশাসনকে (ইঙ্গিতে বাইডেন সরকার) সতর্ক করেছিলেন, কিন্তু তা শোনা হয়নি(Trump Putin Meeting )।

যুদ্ধ, নিষেধাজ্ঞা ও তেলের রাজনীতি (Trump Putin Meeting )
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর আমেরিকা মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে আন্তর্জাতিক তেলের বাজারে দাম কমিয়ে দেয় রাশিয়া, যা ভারতসহ কয়েকটি দেশ সস্তায় কিনে নেয়। মার্কিন প্রশাসনের দাবি, এতে রাশিয়ার যুদ্ধ তহবিল শক্তিশালী হচ্ছে। সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন, যা নতুন বাণিজ্যিক টানাপোড়েন সৃষ্টি করেছে(Trump Putin Meeting )।
আরও পড়ুন : JK Statehood : জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব ওমর আবদুল্লা
ভবিষ্যতের দিকে দৃষ্টি (Trump Putin Meeting )
যদিও আলাস্কার বৈঠকে কোনও শান্তি চুক্তি হয়নি, তবু ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে(Trump Putin Meeting )। তিনি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য জেলেনস্কিকে উৎসাহিত করেছেন এবং প্রয়োজনে নিজেও সেই বৈঠকে উপস্থিত থাকার প্রস্তাব দিয়েছেন।
বিশ্বের নজর এখন এই প্রস্তাবের দিকে—পুতিন ও জ়েলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা সত্যিই কি সংঘাতের অবসান ঘটাবে, নাকি এটি কেবল কূটনৈতিক নাট্যমঞ্চের আরেকটি দৃশ্য হয়ে থাকবে?