Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হতে চলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠকRussia Ukraine War। ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে এই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকের মতে, এই যুদ্ধ পুতিনের কাছে কেবল মুখরক্ষার নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। সে কারণে চুক্তি হলেও তা রাশিয়ার পক্ষে সুবিধাজনক হতে পারে—এমন শঙ্কাই বাড়ছে পশ্চিমা মহলে।
ট্রাম্পের প্রস্তুতি ও আত্মবিশ্বাস (Russia Ukraine War)
সিএনএন-এর দাবি, কয়েক মাস আগে থেকেই বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ট্রাম্প। ইউরোপ ও হোয়াইট হাউস সূত্রে পুতিন সম্পর্কে তথ্য সংগ্রহে সক্রিয় হয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের দাবি, বৈঠক শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন চুক্তি সম্ভব কি না। যদিও মার্কিন গোয়েন্দাদের মতে, পুতিনের আস্থাভাজনদের বৃত্ত এতটাই ক্ষুদ্র যে তাঁর প্রকৃত উদ্দেশ্য আগেভাগে বোঝা অত্যন্ত কঠিন।
সম্পর্কের অবনতি ও ক্ষোভ (Russia Ukraine War)
ঘনিষ্ঠ সূত্রে খবর, চলতি বছরের শুরু থেকেই পুতিনকে নিয়ে ট্রাম্পের ক্ষোভ বেড়েছে। ব্যক্তিগত বৈঠকেও পুতিনের সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁকে। ট্রাম্পের (Donald J. Trump) বিশেষ দূত স্টিভ উইটকফও ক্রেমলিনের অবস্থান নিয়ে হতাশ। একই সঙ্গে ইউক্রেন জয়ের জন্য পুতিনের দৃঢ় সংকল্প ট্রাম্পের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন : US Special Forces : যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধযন্ত্র’ ! অপ্রতিরোধ্য এই ১০টি মার্কিন স্পেশাল ফোর্স
ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা
ইউরোপীয় ইউনিয়নের মতে, পুতিন হয়তো এমন চুক্তির প্রস্তাব দেবেন যা রাশিয়ার জন্যই বেশি সুবিধাজনক হবে। মার্কিন গোয়েন্দা দপ্তরের এক সূত্র জানিয়েছে, ক্রেমলিন সরাসরি হোয়াইট হাউসকে প্রভাবিত করার চেষ্টা করছে, বিশেষত যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বৈঠকে উপস্থিত থাকছেন না।
জেলেনস্কির সতর্কবার্তা (Russia Ukraine War)
ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, পুতিন যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নন এবং আমেরিকার সঙ্গে বৈঠককে ব্যক্তিগত বিজয় হিসেবে ব্যবহার করতে চান। তাঁর দাবি, চুক্তি হলেও রাশিয়া আগের মতোই ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে।

আরও পড়ুন : Pakistan Rocket Force : পাকিস্তান সেনায় যুক্ত হচ্ছে ‘আর্মি রকেট ফোর্স’!
বিশ্বের নজর আলাস্কার দিকে (Russia Ukraine War)
রাশিয়ায় নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলের মতে, বর্তমান পুতিন আগের তুলনায় অনেক বেশি আদর্শবাদী ও সাম্রাজ্যবাদী মানসিকতায় অনুপ্রাণিত, যা আলোচনাকে কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে আলাস্কার বৈঠক কি শান্তির পথে নতুন দিশা দেখাবে, নাকি দ্বন্দ্ব আরও গভীর করবে—তা জানতেই শুক্রবারের বৈঠকের দিকে তাকিয়ে বিশ্ব।