ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়েছে(Trump Putin Phone Call)। বৈঠক বা নির্ধারিত মিটিং নয়, বরং চলমান একটি আলোচনাসভা থেকে বেরিয়ে এসে পুতিন নিজেই ফোন ধরেন ট্রাম্পের। আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পকে অপেক্ষা করানোটা ঠিক হবে না (Trump Putin Phone Call)
ঘটনাটি ঘটে মস্কোয় একটি আলোচনা সভার মাঝপথে। বক্তৃতা দিচ্ছিলেন পুতিন(Trump Putin Phone Call)। ঠিক তখনই হঠাৎ থেমে গিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে ক্ষমা চেয়ে তিনি বলেন, “দয়া করে রাগ করবেন না। আমি আরও কিছু বলতে পারতাম, কিন্তু ট্রাম্পকে অপেক্ষা করানোটা ঠিক হবে না। তিনি রেগে যেতে পারেন।” এই মন্তব্যের মধ্য দিয়ে যে কূটনৈতিক রসবোধ ও ব্যক্তিগত সমীকরণ রয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে, তা স্পষ্ট।
তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা (Trump Putin Phone Call)
এই ফোনালাপে মূলত আলোচনা হয় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে—রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং ইরান পরিস্থিতি(Trump Putin Phone Call)। রাশিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এই আলোচনায় পুতিন ট্রাম্পকে (Donald J. Trump) সাফ জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযান থেকে রাশিয়া কোনও ভাবেই পিছিয়ে আসবে না। পুতিনের (PUTIN) বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনী প্রবেশ করানোর কারণ ছিল দুইটি—এক, ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার তৎপরতা; এবং দুই, ইউক্রেনে থাকা রুশভাষী জনগণের নিরাপত্তা রক্ষা। তাঁর মতে, ইউক্রেনের বর্তমান কার্যকলাপ এখনও রাশিয়ার সুরক্ষার পক্ষে বড় সঙ্কট।

পুতিনের সঙ্গে আলোচনা (Trump Putin Phone Call)
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। বরং পুতিনের অনড় অবস্থানে তিনি হতাশ। তাঁর কথায়, “ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও অগ্রগতি হয়নি(Trump Putin Phone Call)। পুতিন কোনও নমনীয়তা দেখাননি।” এই বক্তব্যে বোঝা যাচ্ছে, আলোচনার মাধ্যমে অবিলম্বে সংঘাত বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে ছ’বার ফোনে কথা বলেছেন। এর মধ্যে চারটি কথোপকথন ঘটেছে গত ছ’সপ্তাহেই। যা ইঙ্গিত দেয়, দুই পরাশক্তির মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় থাকলেও, নীতিগত অবস্থানে এখনও বিস্তর ফারাক রয়েছে।

ইউক্রেন সংঘাতের বাস্তব সমাধান (Trump Putin Phone Call)
বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক সংলাপ রাশিয়া-মার্কিন সম্পর্কের উত্তেজনা কমাতে সহায়ক হলেও, ইউক্রেন সংঘাতের বাস্তব সমাধানে এটি এখনও পর্যাপ্ত নয়(Trump Putin Phone Call)। রাশিয়া যেখানে ইউক্রেনকে নিজের প্রান্তবর্তী নিরাপত্তা বাফার হিসেবে ধরে দেখছে, আমেরিকা সেখানে কিয়েভকে পশ্চিমি জোটের অংশ করে তুলতে চায়।
সবমিলিয়ে, পুতিন ও ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতি যতই সপ্রতিভ হোক না কেন, বাস্তব রাজনীতি এখনও বহু দূরে। বর্তমান টেলিফোন সংলাপ সেই জটিলতাকেই ফের সামনে আনল। একদিকে রাশিয়ার নিরাপত্তার যুক্তি, অন্যদিকে পশ্চিমের সামরিক অগ্রযাত্রা—এই দ্বন্দ্বে ইউক্রেন এখনও একটি রক্তাক্ত যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধ কবে থামবে, তার উত্তর এখনও সময়ের অপেক্ষা।