ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় আমদানি করা কম্পিউটার ও সেমিকন্ডাক্টর চিপের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকিতে প্রথমে অস্বস্তিতে পড়েছিল বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি(Trump Tariff War)। তবে সেই অস্বস্তির মেঘ কিছুটা কেটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায়। ট্রাম্প (Donald J. Trump) জানিয়ে দিয়েছেন, যে সব সংস্থা আমেরিকায় বিনিয়োগ করবে, তাদের জন্য থাকবে শুল্কছাড়ের সুবিধা। ফলে বড় সুবিধা পেল অ্যাপল-সহ অন্যান্য সংস্থা, যারা ইতিমধ্যেই মার্কিন মাটিতে বড় অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করেছে।
আমেরিকায় অ্যাপলের নতুন বিনিয়োগ (Trump Tariff War)
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল আমেরিকায় নতুন করে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে(Trump Tariff War)। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আট লক্ষ কোটি টাকা। এই ঘোষণার পরেই ট্রাম্প জানিয়ে দেন, অ্যাপল ও অন্যান্য প্রযুক্তি সংস্থাকে চিপ আমদানিতে ছাড় দেওয়া হবে। যদিও অ্যাপল স্পষ্ট করেছে, ভারত ও চিনে তাদের উৎপাদন প্রক্রিয়া বন্ধ হচ্ছে না।
এই পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন, অ্যাপলের সিইও টিম কুক কৌশলগত ভাবে বড় জয় পেয়েছেন। কারণ ট্রাম্প এর আগে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, ভারত বা চিনে আইফোন তৈরি করা চলবে না—আমেরিকায়ই উৎপাদন করতে হবে। সে সময় কুক বিষয়টি নিয়ে ট্রাম্পকে সতর্কও করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষিতে, কুকের বিনিয়োগের ঘোষণা ও ট্রাম্পের শুল্কছাড়—দুটিই যেন একে অপরকে পরিপূরক।
দেশের ভিতরে বিনিয়োগ শুরু (Trump Tariff War)
শুধু অ্যাপল নয়, এনভিডিয়া-সহ বহু মার্কিন প্রযুক্তি সংস্থাও নতুন করে দেশের ভিতরে বিনিয়োগ শুরু করেছে(Trump Tariff War)। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, চিপ উৎপাদনে স্বনির্ভরতা গড়ে তুলতেই ট্রাম্প প্রশাসন বিদেশি চিপের উপর অতিরিক্ত শুল্ক বসাচ্ছে, যাতে আমেরিকার ভিতরেই উৎপাদনের হার বাড়ানো যায়।
বিশ্লেষকদের মতে, অ্যাপলের পক্ষে একমাত্র আমেরিকায় পণ্য তৈরি করা সম্ভব নয়, কারণ তাতে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়(Trump Tariff War)। তাই তারা ভারতে ও চিনে উৎপাদন বজায় রেখেছে। তবে অ্যাপলের বিনিয়োগের অঙ্ক যথেষ্ট বড়—মাত্র কয়েক মাস আগেই তারা আরও ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছিল, যার ভারতীয় মূল্য প্রায় ৪১ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: Donald Trump : শুল্ক আরোপে ব্রাজিল ও ভারতের পাশে মার্কিন ঘনিষ্ট পাকিস্তানের ‘দাদা’ চিন!
বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে? (Trump Tariff War)
অ্যাপল আরও জানিয়েছে, কর্নিং সংস্থা কেন্টাকিতে খুব শীঘ্রই অ্যাপলের জন্য কাচ প্রস্তুত শুরু করবে(Trump Tariff War)। ইতিমধ্যেই ১২টি প্রদেশে ২৪টি কারখানায় আমেরিকান সংস্থাগুলি অ্যাপলের জন্য ১৯০০ কোটি চিপ তৈরির পরিকল্পনা করেছে।

তবে বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। অতীতেও এমন বহু প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল, যেগুলির সবটাই কার্যকর হয়নি(Trump Tariff War)। তবুও ট্রাম্পের এই নতুন ঘোষণার পর অ্যাপলের শেয়ারদর বেড়েছে। অনেকেই বলছেন, আমেরিকায় ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল খুব ভালভাবেই শিখে নিয়েছে অ্যাপল ও এনভিডিয়া। শেষ পর্যন্ত, টিম কুক ও তাঁর সংস্থা ট্রাম্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এক কৌশলগত জয়ের মুখে। আর আমেরিকায় তৈরি প্রযুক্তিপণ্যের স্বপ্নপূরণেও ট্রাম্প যেন একধাপ এগোলেন।