ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কৃষকদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তায় স্পষ্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ভারত পিছু হটবে না (Trump vs Modi)।
ভারত আমেরিকার টানাপোড়েন
ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতও নিজের অবস্থানে অনড় (Trump vs Modi)। স্পষ্ট জানালেন, দেশের কৃষক, মৎস্যজীবী, পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না ভারত। মোদির এই বার্তা সরাসরি ওয়াশিংটনের জন্যই বলে মনে করছে বাণিজ্য বিশেষজ্ঞদের একাংশ।
নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকেই তেল কেনার জন্য ভারতের উপর রুষ্ট হয়েছেন ট্রাম্প। এখন ভারতীয় পণ্যের উপর আমেরিকার মোট শুল্কের পরিণাম বেড়ে হয়েছে ৫০ শতাংশ। আগের বর্ধিত ২৫ শতাংশের উপর জরিমানা রূপেই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হলো বলেই জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরও জানিয়েছেন আরও যেমন যেমন তথ্য হাতে পাবেন তিঁনি, এই নির্দেশিকায় সেই মতো রদবদলও ঘটাতে পারেন। ভবিষ্যতে এই নির্দেশিকা আরও কড়া করার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: Magnesium: ফলেই মিলবে শক্তি! ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করবে যেসব ফল
কী বলেছেন মোদী (Trump vs Modi)
বৃহস্পতিবার নয়া দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলন থেকে তাঁর বার্তা, ‘ভারত কৃষক, পশু পালক এবং মৎস্যজীবী ভাই বোনেদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। আমি ব্যক্তিগত ভাবেও জানি যে, এর জন্য আমাকে ভারী মূল্য দিতে হবে। কিন্তু তার জন্য আমি তৈরি। ভারত দেশের কৃষকদের পাশে দাঁড়াবে। তাঁদের ভালোর জন্য আমি সমস্ত ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।’ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ট্রাম্পের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (Trump vs Modi)।
বিশেষজ্ঞদের দাবি, বাণিজ্যচুক্তিতে আমেরিকার জন্য ভারতীয় কৃষি পণ্যের বাজার পুরোপুরি খুলতে রাজি হয়নি সাউথ ব্লক। ছোট কৃষকদের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার, যা একেবারেই ভালোভাবে নেননি ট্রাম্প। এর পরেই নেমে এসেছে ট্যারিফ খাঁড়া। সেই জায়গায় দাঁড়িয়ে মোদীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।