ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে (Operation Sindoor) অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত। গাজার পর এবার এই সংঘাতেও ‘শান্তির দূত’ হিসাবে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজেই এই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। গত মঙ্গলবার ভারতের হামলার পরপর এ ঘটনাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান (Operation Sindoor)
বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত এবং দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটা ভীষণ ভয়াবহ।” তার পরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি উভয়কে (ভারত এবং পাকিস্তান) নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভাল করে জানি। আমি চাই তারা থামুক। আশা করি তারা এখন থামতে পারবে (Operation Sindoor)।” এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প। বলেন, “দুই দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে। যদি আমি কোনও সাহায্য করতে পারি, তবে আমি তা করব।” এর আগে ট্রাম্প আশাপ্রকাশ করেছিলেন যে, দ্রুত এই সংঘাত থামবে। বলেছিলেন, “আমার আশা খুব দ্রুত এটা থামবে।”
যেকোনো ধরনের সহায়তা করতে রাজি (Operation Sindoor)
পাকিস্তানের ভেতর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে হোয়াইট হাউসে এ কথা বলেন মি. ট্রাম্প। “আমি দুটি দেশকেই খুব ভালো করে চিনি। আমি চাইব ওরাই সমাধান করুক। আমি চাই ওরা থেমে যাক,” ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ভারত আর পাকিস্তান দুই দেশই, মি. ট্রাম্পের কথায়, ‘টিট ফর ট্যাট’, অর্থাৎ আঘাত আর প্রত্যাঘাত করেছে। তাই এবার তিনি আশা করেন যে দুই দেশই এবার থেমে যাবে। হোয়াইট হাউস থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন যে প্রেসিডেন্ট এটাও বলেছেন যে তিনি যেকোনো ধরনের সহায়তা করতেও রাজি আছেন।
আরও পড়ুন: Donald Trump on Operation Sindoor: অপারেশন সিঁদুর! কী বললেন ট্রাম্প?
দুই দেশই পারবে এই সমস্যার সমাধান করতে
ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, “ভারত আর পাকিস্তান দু’জনেই আমার খুব কাছের। আমার বন্ধু। কাশ্মীরে তাদের লড়াই ১০০০ বছর ধরে চলে আসছে। এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে। এছাড়া ওই সীমান্তে ১৫০০ বছর ধরে উত্তেজনা তৈরি হয়ে আছে। আমার মনে হয়, দুই দেশই পারবে এই সমস্যার সমাধান করতে। আমি নিশ্চিত। আমি দু’দেশের রাষ্ট্রনেতাকেই চিনি। তাদের নিজেদের সমস্যা নিজেদেরই মেটাতে হবে। তবে এই জঙ্গি হামলা নিন্দনীয়। এতগুলো মানুষ প্রাণ হারালেন।