Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় মুখোমুখি বৈঠক সেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Zelensky Meeting)। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প ফোনে পুতিন-সাক্ষাতে হওয়া মূল আলোচনা ও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের খুঁটিনাটি জেলেনস্কিকে জানান। জেলেনস্কি বলেছেন, তিনি সোমবারই ওয়াশিংটনে এসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।
ইউরোপীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা (Trump Zelensky Meeting)
পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প কেবল কিভ নয়, ইউরোপীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখেন (Trump Zelensky Meeting)। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ— এই তিন নেতার পাশাপাশি ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে আলাস্কা-আলোচনার নির্যাস তুলে ধরেন ট্রাম্প। ইউরোপীয় কমিশনের মুখপাত্র জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে এই ফোনালাপ চলে।
‘ফলপ্রসূ কিন্তু চূড়ান্ত নয়’— আলাস্কার বৈঠকের বার্তা (Trump Zelensky Meeting)
প্রায় পাঁচ বছর পর মুখোমুখি হন ট্রাম্প-পুতিন (Trump Zelensky Meeting)। অ্যাঙ্কোরেজের ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ–রিচার্ডসন’-এ তিন ঘণ্টা বৈঠকের শেষে দু’জনই যৌথ বিবৃতিতে আলোচনাকে ‘ফলপ্রসূ ও ইতিবাচক’ বলেন; যদিও সাংবাদিকদের প্রশ্ন নেওয়া হয়নি। ইউক্রেন যুদ্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বা শান্তি-চুক্তি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানানো হয়।
ট্রাম্প পরে ফক্স নিউজকে বলেন, “এর পরের পদক্ষেপ এখন জ়েলেনস্কির হাতে।” তাঁর ইঙ্গিত, পরবর্তী রাউন্ডে পুতিন–জ়েলেনস্কির সরাসরি বৈঠকের সম্ভাবনা খোলা আছে; প্রয়োজন হলে ট্রাম্প (Donald J. Trump) নিজেও সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এই মন্তব্যের অল্প সময় পরেই জ়েলেনস্কি ওয়াশিংটনে সোমবারের বৈঠক নিশ্চিত করেন।

২০২২ থেকেই যুদ্ধ থামাতে চান ট্রাম্প (Trump Zelensky Meeting)
রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে ২০২২ সাল থেকেই চলছে ইউক্রেন যুদ্ধ (Trump Zelensky Meeting)। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ট্রাম্প যুদ্ধ থামানোর অঙ্গীকার বারবার করেছেন— কখনও কিভের সঙ্গে, কখনও মস্কোর সঙ্গে ফোনালাপ ও বৈঠকে। আলাস্কার আলোচনার আগেও তিনি পুতিনকে ‘সময়সীমা’ বেঁধে সতর্ক করেছিলেন। তবু যুদ্ধবিরতিতে সিলমোহর না পড়ায় নজর এখন ওয়াশিংটন বৈঠকে— ট্রাম্প-জ়েলেনস্কি সাক্ষাতে কি রূপরেখা স্পষ্ট হবে?

আরও পড়ুন : JK Statehood : জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব ওমর আবদুল্লা
যুদ্ধের ভবিষ্যৎ কী? (Trump Zelensky Meeting)
কূটনৈতিক মহলের মতে, সোমবারের বৈঠকে অন্তত তিনটি অগ্রাধিকার সামনে আসতে পারে—
- সম্ভাব্য যুদ্ধবিরতির ন্যূনতম শর্ত (সীমান্তরেখা, নিরাপত্তা গ্যারান্টি, পরিদর্শন ব্যবস্থাপনা),
- মার্কিন সামরিক সহায়তার গতিপথ ও কন্ট্রোল মেকানিজম,
- পুতিন–জ়েলেনস্কি ফলো-আপ মিটিংয়ের কাঠামো ও সময়রেখা।
তবে সবচেয়ে বড় প্রশ্ন— কিভের নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখে কি মস্কোর সঙ্গে বাস্তবসম্মত সমঝোতার পথ তৈরি করা যাবে? আলাস্কা ‘পূর্বকথা’ হলে, ওয়াশিংটন বৈঠক সেই কূটনৈতিক নাটকের ‘প্রথম অঙ্ক’— যার ফলাফলের উপরই নির্ভর করতে পারে যুদ্ধক্ষেত্রের পরবর্তী দৃশ্যপট।