ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট (Trump-Zelensky Meeting) ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক বিতর্ক এবং বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনায় মস্কো উল্লসিত হয়েছে।
উল্লসিত মস্কো (Trump-Zelensky Meeting)
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগীরা এই ঘটনায় (Trump-Zelensky Meeting) জেলেনস্কিকে দায়ী করছেন। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, “অহংকারী বরাহ নন্দন ওভাল অফিসে সপাটে থাপ্পড় খেয়েছে।”
প্রকাশ্যে বাদানুবাদের জের (Trump-Zelensky Meeting)
ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে প্রকাশ্যে বাদানুবাদের পর জেলেনস্কি বৈঠক থেকে বের হয়ে যান, ফলে তাদের যৌথ সাংবাদিক সম্মেলনও বাতিল হয়ে যায়। এর পর ট্রাম্প মন্তব্য করেন, “পুতিন শান্তি চাইলেও জেলেনস্কি চান না।” এই বক্তব্যকে রাশিয়ার জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Donald Trump: পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থাগুলি থেকে ৮০০ কর্মীকে ছাঁটাই ট্রাম্পের
ট্রাম্পের বক্তব্য
বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, “আমরা আপনাদের কোটি কোটি ডলার, অস্ত্র দিয়েছি। আমাদের অস্ত্র না পেলে দু’সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যেত।” জেলেনস্কি এর জবাবে বলেন, “আমি পুতিনের কাছেও এই কথাটা শুনেছি।” যদিও তিনি মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও ট্রাম্পের দাবিকে খারিজ করে দেন। তিনি বলেন, “আমরা আমাদের দেশেই রয়েছি। পুরো লড়াইয়ের সময় আমাদের মনোবল বজায় রেখেছি।”

জেলেনস্কিকে খোঁচা!
রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জেলেনস্কির দাবিকে কটাক্ষ করে বলেন, “আমি মনে করি, সমস্ত মিথ্যার মধ্যে জেলেনস্কির সবচেয়ে বড় মিথ্যাটি হল কিভ ২০২২ সালে হোয়াইট হাউসের সমর্থন ছাড়া লড়েছিল।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
জো বাইডেনের জমানায় জেলেনস্কি সামরিক সহায়তা পেলেও ট্রাম্পের দ্বিতীয় বারের সম্ভাবনায় ইউক্রেনের প্রতি মার্কিন নীতির পরিবর্তন ঘটতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ওয়াশিংটন মস্কোর সঙ্গে সমঝোতা না করে, তাহলে কিভের সামরিক সাহায্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যা রুশ বাহিনীর সামনে ইউক্রেনের পতন ঘটাতে পারে।