Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ অগস্ট—মাঝের ছ’মাস যেন যুগান্তকারী হয়ে উঠল ভলোদিমির জেলেনস্কির কূটনৈতিক জীবনে(Trump Zelensky Meeting)। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এসে যেভাবে বিতর্কে জড়িয়েছিলেন তিনি, অগস্টে সেই একই জায়গায় দাঁড়িয়ে যেন একেবারেই নতুন মানুষ মনে হল ইউক্রেন প্রেসিডেন্টকে। অনেকেই বলছেন, এ বার যে নেতা ওয়াশিংটনে হাজির হয়েছেন, তিনি ‘জেলেনস্কি ২.০’।
পোশাক থেকে আচরণে পরিবর্তন (Trump Zelensky Meeting)
ফেব্রুয়ারির বৈঠকে ফুলহাতা টি-শার্ট পরে হাজির হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জেলেনস্কি(Trump Zelensky Meeting)। এ বার তিনি কালো জ্যাকেট, শার্ট ও প্যান্টে হাজির। ‘টাই না থাকলেও প্রায় স্যুট’—এমন মন্তব্য করেছেন পর্যবেক্ষকেরা। পোশাক নিয়ে সমালোচনা নয়, বরং প্রশংসা কুড়িয়েছেন ট্রাম্পের কাছ থেকেই। ট্রাম্প বলেছিলেন—“আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার ভাল লেগেছে।”
কৃতজ্ঞতার প্রকাশ (Trump Zelensky Meeting)
ফেব্রুয়ারিতে ‘অকৃতজ্ঞ’ বলে ট্রাম্প সরাসরি আক্রমণ করেছিলেন জেলেনস্কিকে(Trump Zelensky Meeting)। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও কটাক্ষ করেছিলেন, “আপনি কি এক বারও আমাদের কাউকে ধন্যবাদ জানিয়েছেন?” কিন্তু এ বার পরিস্থিতি পাল্টে গেল। জেলেনস্কি বারবার ধন্যবাদ জানালেন ট্রাম্পকে। বৈঠকের শুরুতেই তিনি বললেন—“মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে অনেক ধন্যবাদ। হত্যালীলা এবং যুদ্ধ বন্ধের জন্য আপনি ব্যক্তিগতভাবে যে উদ্যোগ নিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞ।” এমনকি মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ জানালেন তিনি, ইউক্রেনের শিশুদের বিষয়ে সহানুভূতির জন্য।

আরও পড়ুন : Mayanmar Election : গণতন্ত্র ফিরতে চলেছে মায়ানমারে! ডিসেম্বরেই হবে ভোট, ঘোষণা জুন্টার
আলাপচারিতায় সৌহার্দ্য (Trump Zelensky Meeting)
ফেব্রুয়ারিতে ঠান্ডা সম্পর্কের জায়গায় এ বার ছিল হাসি-ঠাট্টা। এক মার্কিন সাংবাদিকের পোশাক সংক্রান্ত প্রশ্নে হেসে ফেললেন জেলেনস্কি। সাংবাদিককে চিনে নিয়ে মজা করে বললেন—“আপনি কিন্তু একই পোশাক পরে রয়েছেন।” আশপাশের সবাই তখন হেসে ফেললেন, এমনকি ট্রাম্প ও ভান্সও। ফেব্রুয়ারির উত্তেজনা, যেন অতীত।
অস্ত্র চুক্তি ও অর্থ সাহায্য (Trump Zelensky Meeting)
বৈঠকে শুধু সৌজন্য বিনিময়ই হয়নি, বরং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে। জেলেনস্কি জানান, ইউক্রেনকে ৯০০০ কোটি ডলার দেওয়া হবে ইউরোপীয় তহবিল থেকে, যাতে তারা আমেরিকা থেকে অস্ত্র কিনতে পারে। অর্থাৎ, যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য ইউক্রেন আরও সুরক্ষিত হতে চলেছে।

আরও পড়ুন : Asim Munir : পাকিস্তানের বিরল খনিজ দিয়েই কমবে ঋণের বোঝা! ট্রাম্পের সঙ্গে আশাবাদী মুনির
ট্রাম্পের কূটনৈতিক চাল (Trump Zelensky Meeting)
বৈঠকের শেষে ট্রাম্প (Donald J. Trump) ঘোষণা করেন, তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং জেলেনস্কি–পুতিন বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এরপর একটি ত্রিপাক্ষিক বৈঠকের তোড়জোড়ও শুরু হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন ট্রাম্প নিজেও। তবে এখানেই প্রশ্ন উঠছে—পুতিনের প্রস্তাব মেনে ট্রাম্প কি ইউক্রেনকে জমি ছেড়ে দিতে বাধ্য করবেন? ইউরোপীয় দেশগুলির মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
রাজকীয় আয়োজনের অভাব, তবু সম্পর্ক উষ্ণ (Trump Zelensky Meeting)
আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের সময়কার রাজকীয় আয়োজন এই বার হয়নি। তবে ছোট ছোট মুহূর্তই বুঝিয়ে দিয়েছে—ফেব্রুয়ারির মতন শীতলতা আর নেই। বরং সম্পর্ক গরম হতে শুরু করেছে।
নতুন রূপে জেলেনস্কি (Trump Zelensky Meeting)
ফেব্রুয়ারির সেই আক্রমণাত্মক ও সমালোচিত ইউক্রেন প্রেসিডেন্টকে আর দেখা যায়নি। এবার তিনি কূটনৈতিক পরিণতিতে ভর করে হাজির হয়েছেন কৃতজ্ঞতা ও সৌজন্যের আবহে। তাই পর্যবেক্ষকদের একটাই মন্তব্য—“২৮ ফেব্রুয়ারির জেলেনস্কি আর ১৮ অগস্টের জেলেনস্কি এক নন। বদলে যাওয়া এই নেতা আসলেই ‘জ়েলেনস্কি ২.০’।”