ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রোজ দুবেলা ঘর মোছা হলেও কিছুতেই ঝকঝকে(Floor Cleaning Tips) থাকে না মেঝে। দিন দিন যেন মেঝের উপর কালচে দাগ পড়ে জেল্লা হারাচ্ছে টাইলস। হাজার চেষ্টা করেও, ফিরে আসছে না সেই ঝকঝকে ব্যাপারটা। ফলে ঘরের দেওয়াল, আসবাব পত্র সুন্দর হলেও, ঘরের মেঝে সব সাজগোজকে মাটি করে দেয়। অনেকেই মনে করেন, মার্বেলের মেঝে বা মোজাইকের মেঝেতে এই সমস্যা একেবারেই হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমনি মেঝের তুলনায় মার্বেল ও মোজাইকের মেঝে বেশি তাড়াতাড়ি রং হারায়। আর ঘরের মেঝে ঝকঝকে করতে করতে একেবারে নাজেহাল অবস্থা? জানেন এই সমস্যা খুব সহজেই দূর করা যায়। কয়েকটি ঘরোয়া টোটকায় পরিষ্কার হবে আপনার ঘরের মেঝে। কীভাবে?
১) একটা মাঝারি সাইজের স্পঞ্জ নিন। ভিনিগারে সেই স্পঞ্জ ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ দিয়ে ভালোভাবে মুছে ফেলুন টাইলস। এভাবেই কিছুক্ষণ রেখে দিন। তারপর একটি ভিজে কাপড় দিয়ে ঘরের মেঝে মুছে(Floor Cleaning Tips)নিলেই দেখবেন ঝকঝকে হবে মেঝে বা টাইলস।
২) এক বালতি উষ্ণ জলে হাফ কাপের মতো অ্য়ামোনিয়া মেশাতে হবে। সেই জল দিয়েই ঘর মুছে নিন। দেখবেন দাগ উঠে যাবে।
আরও পড়ুন: Reddit Story: মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক, করাতে হয় গর্ভপাত, মহিলার অকপট স্বীকারোক্তি!
৩) ঘরের টাইলসের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। টাইলস বা মেঝেতে যেখানে দাগ রয়েছে, সেখানে ভালো করে বেকিং সোডা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে ভেজা কাপড়ে মুছে(Floor Cleaning Tips)নিলেই দেখবেন ঝকঝকে হয়ে উঠবে মেঝে।

৪ ) একটি সুতির মোজার মধ্যে নারকেল তেল বা সরষের তেল লাগিয়ে নিয়ে সেই মোজা দিয়ে ঘর মুছে নিন। তারপর ফের পরিষ্কার জলে ঘরটি মুছুন(Floor Cleaning Tips)দেখবেন ঘরের মেঝে ঝকঝকে হয়ে উঠবে।
আরও পড়ুন: 18 March Horoscope: তুলার সাফল্য, মীনের বিপদ, রাস্তায় থাকুন সতর্ক, জানুন রাশিফল
৫ ) ঘর মোছার জলে নিমপাতা সেদ্ধ করা জল মিশিয়ে নিন। এতে মেঝে যেমন ঝকঝকে হবে, তেমনি মশা, মাছির উপদ্রব থাকবে না।
৬) ঘর মোছার জলে এক ঢাকনি ভিনিগার মিশিয়ে নিন। এতে মেঝের কালো দাগ সহজেই দূর হবে।

৭ ) ঘরের মেঝে মার্বেলের হলে বছরে অন্তত একবার পালিশ করুন। এতে মেঝে বেশিদিন ভাল ও ঝকঝকে থাকবে। অনেক সময়ই মেঝেতে জল পড়ে যায় বা বৃষ্টিতে ভিজে যায়, দেরি না করে নরম কাপড় দিয়ে মেঝে মুছে(Floor Cleaning Tips)দিন। এতে মেঝের আয়ু বাড়বে।