ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে কর্মরত অবস্থায় প্রাণ হারালেন দুই ভারতীয় নাগরিক (Two Indians Death in Dubai)। তেলঙ্গানার বাসিন্দা তিন ভারতীয়ের উপর আচমকা হামলা চালানো হয় এক পাকিস্তানি নাগরিকের দ্বারা। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন, এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেকজনকে।
তিন ভারতীয়ের উপর আক্রমণ (Two Indians Death in Dubai)
ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল, দুবাইয়ের একটি বেকারিতে। প্রাথমিক সূত্র অনুযায়ী, হামলাকারী ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে বেকারিতে প্রবেশ করেন এবং হাতে থাকা তলোয়ার দিয়ে ওই তিন ভারতীয়ের উপর আক্রমণ চালান। ঘটনায় নিহত হন নির্মল জেলার অষ্টাপুর প্রেমসাগর (৩৫) এবং নিজ়ামবাদ জেলার শ্রীনিবাস। গুরুতর আহত তৃতীয় ব্যক্তি সাগর এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
শোকস্তব্ধ পরিবার (Two Indians Death in Dubai)
অষ্টাপুর প্রেমসাগরের কাকা জানান, প্রেমসাগর দীর্ঘ ছয় বছর ধরে দুবাইয়ে একটি বেকারিতে কাজ করছিলেন (Two Indians Death in Dubai)। তাঁর স্ত্রী ও দুই সন্তানও সেখানে তাঁর সঙ্গে থাকতেন। বছর দুই আগে শেষবার গ্রামের বাড়িতে এসেছিলেন। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ পরিবার। তাঁরা সরকারের কাছে দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

উদ্বেগ প্রকাশ ভারতের (Two Indians Death in Dubai)
এই ঘটনাকে কেন্দ্র (Two Indians Death in Dubai) করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিশান রেড্ডি (G Kishan Reddy) । তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের (Dr. S. Jaishankar) সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই দুবাই পুলিশ ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন: US China Tariff War : “এগোতে হবে বেজিংকেই” শুল্ক সমঝোতা নিয়ে চিনের উপর দায় চাপালেন ট্রাম্প!
হামলার কারণ স্পষ্ট নয় (Two Indians Death in Dubai)
তবে এখনও পর্যন্ত হামলার কারণ স্পষ্ট নয়। রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় উসকানি নাকি ব্যক্তিগত রাগ—তা খতিয়ে দেখা হচ্ছে। দুবাই প্রশাসন হামলাকারীকে গ্রেফতার করেছে কিনা, সে বিষয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা প্রতিনিয়ত বিষয়টির উপর নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
ভারতীয়দের মধ্যে আতঙ্ক (Two Indians Death in Dubai)
এই মর্মান্তিক ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে (Two Indians Death in Dubai)। অনেকেই কর্মস্থলে নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলেছেন। বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।দুবাইয়ে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়ের মধ্যে এই ধরনের ঘটনা বিরল হলেও, এটি গোটা অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভারত সরকারের সক্রিয় হস্তক্ষেপ এবং কূটনৈতিক প্রচেষ্টাই এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারে।