ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাউন্সিলরকে গুলিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার খাস কলকাতায় ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা! মুকুন্দপুরে সোনার দোকানে (Gold Shop) লুঠের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে দোকানের মালিকের গলায় কোপ দিয়ে দেয় দুষ্কৃতীরা।
কোনওমত প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন দোকান মালিক। আশঙ্কাজনক অবস্থায় মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি আক্রান্ত দোকান মালিক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আর কেউ এই ঘটনায় জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে খাস কলকাতায় এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
রবিবার ভরদুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুকুন্দপুরে একটি সোনার দোকানে। অন্যদিকে, বারাকপুর, পুরুলিয়া, রানাঘাটের কায়দায় এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতার সোনার দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। ক্রেতা সেজে দোকান লুটের চেষ্টা চালায় ২ জন। দোকানের মালিক বাধা দিলে তাঁর গলায় কোপ মারা হয়। মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি দোকানের মালিক। যদিও মালিকের চিৎকার শুনে স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলে। তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের চক্ষু চড়কগাছ।
আরও পড়ুন:https://tribetv.in/pm-narendra-modi-received-nigeria-second-highest-national-award/
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা আর এন টেগোর বেসরকারি হাসপাতালের নার্স। শেয়ার বাজারে বিপুল ক্ষতি হয়েছিল তাঁদের। সেই টাকা তুলতেই সোনার দোকানে ডাকাতির ছক কষে তারা। সেই মতো এদিন সকালে মুকুন্দপুরের সোনার দোকানে হানা দিয়ে গয়না ছিনতাইয়ের চেষ্টা করেছিল তারা। মালিক বাধা দেওয়ায় তাঁর গলায় কোপ মারে। পালানোর চেষ্টা করলেই ব্যর্থ হয়। মালিকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। তার পর তাদের জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের।