ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চুম্বন বিতর্কের ( kissing Controversy) পর থেকে উদিত নারায়ণ (Udit Narayan) যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর সঙ্গে রসিকতা করছেন আলোকচিত্রীরা! পুরো বিষয়টা কীভাবে সামলাচ্ছেন তিনি? গায়ক কে সরাসরি উদ্দেশ্য করেই কথা বলছেন অনেকেই। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে আবার প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন নেটিজেনরা।
বিতর্ক গায়ে মাখেন না গায়ক (Udit Narayan)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয় একটি ভিডিও (video)। যেখানে দেখা যায়, কোনও একটি গানের অনুষ্ঠানে এক মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন করেন সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। তারপর দেশ জুড়ে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মঞ্চে সবার প্রকাশ্যে অনুরাগীদের চুম্বন করেছেন। আবার কখনও বা সেই তালিকায় ছিলেন শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অলকা ইয়াগনিকের মতো সঙ্গীত শিল্পীরা।
যদিও এই বিতর্কের পর বিষয়টা একেবারেই গম্ভীর ভাবে নেননি শিল্পী। বরং পাল্টা যুক্তি দিয়েছেন। উদিত নারায়ণের কথায়, এই চুম্বন অতি পবিত্র। এটা অনুরাগী এবং শিল্পীর মধ্যে, এখানে কোনও নোংরামি নেই। উপরন্তু বিষয়টা ইচ্ছা করে বিতর্কিত করে তোলার চেষ্টা করা হয়েছে। তিনি মা সরস্বতীর উপর ভরসা করেন। মা সরস্বতী যদি তাঁর গলায় থাকেন, তবে উদিত নারায়ণ কাউকে পরোয়া করেন না।
শিল্পীর কাছে চুম্বনের দাবি (Udit Narayan)
এখনও অতীতের বিতর্কে রেশ থামেনি। তার মাঝে মুম্বাইয়ে ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্য উদযাপনের যোগ দিতে গিয়েছিলেন উদিত নারায়ণ (Udit Narayan)। আর সেখানেই শিল্পীকে দেখা মাত্র আলোকচিত্রীরা চুপ থাকলে না। বরং রসিকতা করে গায়কের উদ্দেশ্যে বলেন “স্যার, এক কিস হো যায়ে”। অর্থাৎ উদিতজি, একটা চুম্বন হয়ে যাক। যদিও পাল্টা উত্তরে গায়ক কোনও নেতিবাচক মন্তব্য করেননি। শুধুমাত্র হেসে চলে গিয়েছেন।
আরও পড়ুন: Jibanananda Dash: এক নজরে ‘নির্জনতম কবি’ জীবনানন্দ দাশ, সাহিত্য থেকে কর্মজীবন
ট্রোল করলেন ফারাহ খান
প্রসঙ্গত, যখন অনেকেই গায়ককে তাঁর বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। তখন তাঁকে নিয়ে ট্রোল করেছেন ফারাহ খান (Farah Khan)। ফারাহকে বলতে শোনা গিয়েছে, “আমার সঙ্গে উদিতজির মত করো একটু…. “। প্রশ্ন হল তিনি কার কাছে চুম্বন চাইতে গিয়ে উদিত নারায়ণকে ট্রোল করেছেন?
আরও পড়ুন: Monalisa Bhosle: প্রথম ছবিতেই ছক্কা হাঁকালেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা, পারিশ্রমিক কত?
ফারহার বাড়িতে সানিয়া মির্জা
আসলে বলিউডের বিখ্যাত এই পরিচালক তথা ডান্স কোরিওগ্রাফার সানিয়া মির্জার ছেলের সঙ্গে মজা করে এমন মন্তব্য করেন। সম্প্রতি খুদেকে নিয়ে ফারাহর বাড়িতে গিয়েছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তাছাড়া দু’জনের বন্ধুত্ব দীর্ঘদিনের। মাঝেমধ্যেই আড্ডা দেন। সেখানেই ঘটে এমন মজার কাণ্ড। সেই দৃশ্য উঠে এসেছে ফারহার ব্লগে।