ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন (UFC Fight at White House Lawn) যে ট্রাম্প ইউএফসি লড়াইয়ের পরিকল্পনা সম্পর্কে “খুবই সিরিয়াস”, হোয়াইট হাউস পুলের প্রতিবেদন অনুসারে। লিভিট এক্স-এ এই পরিকল্পনাগুলি নিশ্চিত করেছেন, লিখেছেন “এটি মহাকাব্যিক হতে চলেছে!”
৪ জুলাইয়ের আগের দিন আইওয়ায় বড় ঘোষণা (UFC Fight at White House Lawn)
আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর হোয়াইট হাউসের লনে একটি UFC (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ম্যাচ অনুষ্ঠিত হবে (UFC Fight at White House Lawn)। বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) আইওয়ার একটি জনসভায় এই ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ জুলাইয়ের আগে আয়োজিত এই সভায় ট্রাম্প বলেন, “আমাদের প্রতিটি জাতীয় যুদ্ধক্ষেত্র ও ঐতিহাসিক স্থানে ‘আমেরিকা২৫০’ উদযাপনের বিশেষ অনুষ্ঠান হবে। আমি তো মনে করি, হোয়াইট হাউসে একটি UFC ফাইটও হবে।”
২০-২৫ হাজার দর্শক উপভোগ করবে এই ‘চ্যাম্পিয়নশিপ ফাইট’ (UFC Fight at White House Lawn)
ট্রাম্প বলেন (UFC Fight at White House Lawn), “এটা হবে একটি চ্যাম্পিয়নশিপ লড়াই, পূর্ণাঙ্গ ফাইট, যেখানে ২০ থেকে ২৫ হাজার মানুষ অংশ নেবে। এটা ‘২৫০’ উদযাপনের অংশ হিসেবেই করা হবে।” তিনি জানান, UFC প্রেসিডেন্ট ডানা হোয়াইটের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। “আমরা কিছু অসাধারণ অনুষ্ঠান করব— কিছু পেশাদার, কিছু অপেশাদারও। আমি ডানার সঙ্গে কথা বলেছি,” বলেন ট্রাম্প। ২০০১ সালে ট্রাম্প তাজ মহলে UFC আয়োজিত হতো, তখন থেকেই এই খেলাটির সঙ্গে জড়িত তিনি। বর্তমানে সেই ভেন্যুটি বন্ধ হয়ে গেছে।
হোয়াইট হাউসের জমিতেই হবে UFC, বললেন ট্রাম্প
আইওয়ার ডেস মইনে অবস্থিত রাজ্য মেলা প্রাঙ্গণে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনারা কেউ UFC দেখেন? মহান ডানা হোয়াইট? আমরা UFC ফাইট করব। ভাবুন একবার— হোয়াইট হাউসের প্রাঙ্গণে UFC ফাইট! আমাদের প্রচুর জমি আছে সেখানে।” ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডানা হোয়াইট ট্রাম্পকে সমর্থন করেছিলেন। সাম্প্রতিক হত্যা প্রচেষ্টার পর হোয়াইট তাঁকে “tough guy” এবং “the legitimate, ultimate, American badass of all time” বলে উল্লেখ করেন।
আমেরিকার স্টেট ফেয়ার ও এক বিশাল দেশাত্মবোধক উৎসব
ট্রাম্প বলেন, এই উদযাপন শুধু UFC-তেই সীমাবদ্ধ থাকবে না। থাকছে “গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার”। আমেরিকার সব রাজ্যের প্রতিনিধিত্বে এক বিশাল প্রদর্শনী হবে আগামী গ্রীষ্মে ন্যাশনাল মলে। তিনি জানান, “আমেরিকা২৫০” উপলক্ষে দেশের বিভিন্ন মেলাতে বিশেষ অনুষ্ঠান হবে। এর চূড়ান্ত পর্ব হবে এক দেশাত্মবোধক উৎসব, যেখানে অংশ নেবে ৫০টি রাজ্যই।
আরও পড়ুন: Russia Ukraine War : রুশ নৌবাহিনীর সহকারী প্রধান নিহত! চাপের মুখে পাল্টা আঘাত ইউক্রেনের
হোয়াইট হাউস জানাল, “ট্রাম্প একেবারেই সিরিয়াস”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, “ট্রাম্প UFC ফাইট নিয়ে একেবারেই সিরিয়াস।” পরে X (আগের টুইটার)-এ তিনি লেখেন, “It’s going to be EPIC!”
Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুক্রবার তিনি হোয়াইট হাউসে একটি “Signing Celebration” করবেন, যেখানে তিনি নিজের “One Big Beautiful Bill” আইনে সই করবেন।