ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যেসব শিশু ৫ বছর বয়স হওয়ার আগেই আধার (UIDAI) কার্ড পেয়ে গিয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুর বয়স ৭ বছর পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলকভাবে আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে। তা না হলে সংশ্লিষ্ট আধার নম্বর অকার্যকর (ডি-অ্যাক্টিভেট) হয়ে যেতে পারে।
UIDAI-র দেওয়া বিবৃতি (UIDAI)
UIDAI-র দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বয়স ৫ পার (UIDAI) করলে শিশুর ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং সাম্প্রতিক ছবি আধার ডেটাবেসে যুক্ত করা প্রয়োজন। এই প্রক্রিয়াকে বলা হয় ‘Mandatory Biometric Update’ বা সংক্ষেপে MBU। সাধারণত জন্মের পরে যেসব শিশুদের জন্য আধার তৈরি হয়, তাদের ক্ষেত্রে শুধুমাত্র নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা ও একটি ছবি জমা নেওয়া হয়। বায়োমেট্রিক তথ্য তখন নেওয়া হয় না, কারণ শিশুর শারীরিক বৈশিষ্ট্য তখনো পূর্ণরূপে গঠিত হয়নি।
প্রথম ধাপে বায়োমেট্রিক আপডেট
তবে বয়স যখন ৫ পেরোয়, তখন শুরু হয় প্রথম ধাপে বায়োমেট্রিক আপডেট। এর মধ্যে শিশুর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), চোখের মণির স্ক্যান (আইরিস) এবং বর্তমান ছবি সংগ্রহ করে আধার ডেটাবেসে সংরক্ষণ করা হয়। এরপর বয়স ৭ বছর পূর্ণ হওয়ার পর এই তথ্যগুলোর পুনরায় যাচাই ও আপডেট করানো বাধ্যতামূলক। উদ্দেশ্য একটাই-শিশুর আধার কার্ড যেন তথ্যগতভাবে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য থাকে।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার আপডেট
UIDAI জানিয়েছে, খুব শিগগিরই ওই শিশুদের অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠানো শুরু হবে, যারা এখনও এই আপডেট সম্পন্ন করেননি। এসএমএসে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার আপডেট করার পরামর্শ থাকবে। যদি সময়মতো আপডেট না করা হয়, তাহলে UIDAI-এর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আধার নম্বর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

সম্পূর্ণ বিনামূল্যে
জানা গেছে, শিশুর বয়স ৭ বছর হওয়ার আগেই যদি আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তবে সেটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে ১০০ টাকা ফি দিয়ে আপডেট করতে হবে। ফলে, অভিভাবকদের উদ্দেশে UIDAI-এর পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে-বাচ্চার বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে এই আপডেট সেরে নিতে।
আরও পড়ুন: East West Metro: মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে বিভ্রান্তি, এখনও চূড়ান্ত নয় দিনক্ষণ…
এটি শুধু কারিগরি আপডেট নয়, বরং শিশুদের পরিচয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই যারা শিশুর আধার কার্ড তৈরি করেছেন, তাদের জন্য এখনই সময় সন্তানের আধার কার্ডটি আপডেট করিয়ে নেওয়ার। এর মাধ্যমে ভবিষ্যতের যে কোনও প্রশাসনিক বা ডিজিটাল কাজ সহজতর হবে।