Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোয় যোগদানের দাবি ইউক্রেনের দীর্ঘদিনের স্বপ্ন। তবে মস্কো সব সময়ই এই দাবির বিরোধিতা করেছে(Ukraine Russia Ceasefire)। কিন্তু আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর প্রথমবার এক গুরুত্বপূর্ণ বিষয়ে নরম সুর শোনা গেল রাশিয়ার পক্ষ থেকে। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত দাবি আংশিকভাবে মেনে নিয়েছেন পুতিন। এর ফলে আমেরিকা একে ‘কূটনৈতিক জয়’ হিসেবে দেখছে।
সংঘর্ষবিরতির মূল দাবি, নিরাপত্তা সুরক্ষা (Ukraine Russia Ceasefire)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির মূল দাবি ছিল নেটো-র নিরাপত্তা সুরক্ষা(Ukraine Russia Ceasefire)। নেটো-র পাঁচ নম্বর ধারা বা ‘আর্টিকেল ৫’ অনুসারে, জোটের যে কোনও সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে গোটা জোটের উপর হামলা বলে ধরা হবে। সে ক্ষেত্রে ৩২ সদস্য রাষ্ট্র মিলে প্রতিরক্ষা ব্যবস্থা নেবে।
যদিও ইউক্রেন নেটো-র সদস্য নয়, তবু উইটকফের দাবি— পুতিন সম্মত হয়েছেন যে, আমেরিকা ইউক্রেনকে একই ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে। এটি সংঘর্ষবিরতি আলোচনায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নেটোতে নয়, তবু নিরাপত্তা নিশ্চয়তা (Ukraine Russia Ceasefire)
রাশিয়া ইউক্রেনের নেটো সদস্যপদ এখনই মেনে নেয়নি। তবে নিরাপত্তা সুরক্ষায় আপসের এই প্রস্তাবকে ইতিবাচক বলে মনে করছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি(Ukraine Russia Ceasefire)। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেইয়েন বলেন, “আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তাকে স্বাগত জানাই। প্রয়োজনীয় পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত।”
জেলেনস্কিও প্রতিক্রিয়া দিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “এটা ইউক্রেনের জন্য ঐতিহাসিক মুহূর্ত। স্থল, আকাশ ও সমুদ্রে আমাদের সুরক্ষায় আমেরিকা এবং ইউরোপ একসঙ্গে কাজ করবে।”

আরও পড়ুন : India On Trump Putin Meeting : আমেরিকা-রাশিয়া বৈঠক নিয়ে আশাবাদী ভারত, তেল শুল্ক নিয়ে কী জানালেন ট্রাম্প ?
আলাস্কার ট্রাম্প-পুতিন সাক্ষাৎ (Ukraine Russia Ceasefire)
শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প এবং পুতিন। যদিও যুদ্ধবিরতি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে উভয়পক্ষই বৈঠককে ‘ফলপ্রসূ’ ও ‘ইতিবাচক’ বলে আখ্যা দেন। ট্রাম্প পরে জানান, “এখন সবটাই জেলেনস্কির হাতে। তাঁর সঙ্গে বৈঠকের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।”
এর পরেই সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি, ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের বৈঠকের আয়োজন করা হয়েছে।

সামনে কী? (Ukraine Russia Ceasefire)
যদি ইউক্রেন আমেরিকা ও ইউরোপের কাছ থেকে কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা পায়, তবে তা যুদ্ধবিরতি আলোচনায় গতি আনতে পারে(Ukraine Russia Ceasefire)। যদিও পুতিন নেটোতে ইউক্রেনের প্রবেশে এখনও অনড়, তবু নিরাপত্তা ইস্যুতে এই আংশিক সম্মতি নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাব কার্যকর হলে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি বদলাতে পারে এবং ইউক্রেন আরও দৃঢ়ভাবে সংঘর্ষবিরতিতে আগ্রহী হবে।