ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অবসর-পরবর্তী আর্থিক সুরক্ষা (Unified Pension Scheme) নিশ্চিত করতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে কেন্দ্র সরকার ঘোষণা করেছে ইউনিফায়েড পেনশন প্রকল্প (Unified Pension Scheme – UPS) চালুর কথা। নতুন এই প্রকল্পটি পুরনো পেনশন প্রকল্প (OPS) এবং জাতীয় পেনশন ব্যবস্থা (NPS)-এর সুবিধাগুলি মিলিয়ে তৈরি করা হয়েছে। এটি অবসর গ্রহণের পর কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা এবং মর্যাদা প্রদান করবে। প্রকল্পটি কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, যা ২০২৫ সালের ২৪ জানুয়ারির একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রকল্পটি কাদের জন্য প্রযোজ্য হবে (Unified Pension Scheme)
এই ইউনিফায়েড পেনশন প্রকল্পটি (Unified Pension Scheme) জাতীয় পেনশন ব্যবস্থায় (NPS) নিবন্ধিত কেন্দ্রীয় কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। তবে, এর সুবিধা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। কর্মচারীদের ন্যূনতম ১০ বছরের যোগ্য পরিষেবা সম্পন্ন করতে হবে।
যোগ্যতার শর্তাবলী (Unified Pension Scheme)
ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme) আওতায় কর্মচারীরা নিম্নলিখিত অবস্থায় নিশ্চিত পেনশনের জন্য যোগ্য হবেন যদি তাঁরা নিম্নলিখিত শর্ত পুরন করেন।
১. অবসরগ্রহণ: যারা ন্যূনতম ১০ বছরের পরিষেবা সম্পন্ন করার পর অবসর নেবেন, তারা অবসর গ্রহণের তারিখ থেকে পেনশন পাবেন।
২. FR 56(j) অনুযায়ী অবসর: যারা সরকারি নিয়মে, কিন্তু কোনও শাস্তি ছাড়া অবসর নেবেন, তারাও অবসর গ্রহণের তারিখ থেকে পেনশন পাবেন।
৩. স্বেচ্ছায় অবসর: ২৫ বছর বা তার বেশি পরিষেবা সম্পন্ন করার পর স্বেচ্ছায় অবসর নেওয়া কর্মচারীরা তাদের সুপারঅ্যানুয়েশন বয়সে পৌঁছানোর তারিখ থেকে পেনশন পাবেন।
যেসব কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা ইস্তফা দেবেন, তারা UPS-এর আওতায় আসবেন না।
আরও পড়ুন: Liquor Ban: মধ্যপ্রদেশের ধর্মীয়স্থানে ‘নিষিদ্ধ’ মদ! ১৭ জায়গায় মদ বিক্রিতে ‘না’ মধ্যপ্রদেশ সরকার
পেনশন হিসাব এবং সুবিধা
UPS-এর অধীনে পেনশন নিম্নলিখিত ধাপে দেওয়া হবে:
১. পূর্ণ পেনশন: যারা ২৫ বা তার বেশি বছরের যোগ্য পরিষেবা সম্পন্ন করবেন, তারা তাদের শেষ ১২ মাসের গড় বেসিক বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
২. অনুপাতিক পেনশন: যারা ২৫ বছরের কম পরিষেবা সম্পন্ন করবেন, তারা তাদের যোগ্য পরিষেবা অনুযায়ী অনুপাতিক পেনশন পাবেন।
৩. ন্যূনতম পেনশন: ১০ বছরের বেশি পরিষেবা সম্পন্ন করা কর্মচারীরা মাসে ন্যূনতম ১০,০০০ টাকা পেনশন পাবেন।
স্বেচ্ছায় অবসর নেওয়া কর্মচারীরা তাদের সুপারঅ্যানুয়েশন বয়সে পৌঁছানোর তারিখ থেকে পেনশন পেতে শুরু করবেন।
পরিবারের জন্য পেনশন
পেনশনভোগীর মৃত্যুর পর তার বৈধ স্ত্রী বা স্বামী পরিবারের পেনশন পাবেন। এই পেনশনটি হবে শেষ প্রাপ্য পেনশনের ৬০ শতাংশ। এটি সুপারঅ্যানুয়েশন, স্বেচ্ছায় অবসর বা FR 56(j)-এর অধীনে অবসরের তারিখ অনুযায়ী দেওয়া হবে।
মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় এবং অন্যান্য সুবিধা
মুদ্রাস্ফীতি ভাতা (Dearness Relief – DR) কার্যকর পেনশন এবং পরিবারের পেনশনেও প্রযোজ্য হবে। এছাড়া, অবসর গ্রহণের সময় প্রতিটি ছয় মাস পূর্ণ পরিষেবার জন্য মাসিক বেতনের ১০ শতাংশ এককালীন অর্থ প্রদান করা হবে।
আরও পড়ুন: Maharashtra Blast: মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ৫
কার্যকর হওয়ার তারিখ এবং পরিবর্তন পদ্ধতি
এই প্রকল্পটি ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সম্পূর্ণরূপে কার্যকর হবে। কর্মচারীরা NPS এবং UPS-এর মধ্যে পছন্দ করতে পারবেন। ইতিমধ্যেই অবসর নেওয়া কর্মচারীদের জন্য একটি অতিরিক্ত অর্থ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা সহজেই নতুন পদ্ধতিতে স্থানান্তরিত হতে পারেন।
বড় পদক্ষেপ
এই একীকৃত পেনশন প্রকল্প কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি সুসংগঠিত ও নিশ্চিত অবসর পরিকল্পনা হিসেবে কাজ করবে। OPS এবং NPS-এর সুবিধাগুলি একত্রিত করে এটি একটি আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার পথে একটি বড় পদক্ষেপ।