ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই সাধারণ বাজেট (Union Budget)। তৃতীয় মোদি সরকারের এটাই প্রথম বাজেট। দ্রব্যমূল্যের ছেঁকাতে মানুষের জীবন নাজেহাল। অন্যদিকে কর্মসংস্থানের অবস্থাও ভালো নয়, এই অবস্থায় বাজেট নিয়ে কী ভাবছেন বিশেষজ্ঞরা?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট (Union Budget) পেশ ১ ফেব্রুরায়ি। পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই নিয়ে টানা ৮ বার বাজেট পেশ করতে চলেছেন তিনি। আর তাঁর বাজেটের দিকে নজর থাকবে দেশের চাকুরিজীবী, করদাতা ও বিনিয়োগকারীদের। এমনকি যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁরাও লভ্যাংশের উপর কর বা সিকিউরিটি ট্রানজ্যাকশন করে কিছু ছাড় চাইছেন। অন্যান্য বারের থেকেও এবার এই বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা অনেক।
আরও পড়ুন: Maha Kumbha 2025: বাতিল ভিভিআইপি পাস, গাড়ি প্রবেশে কড়াকড়ি, নিয়মে বড় রদবদল মহাকুম্ভে
বণিক মহলের মধ্যে প্রত্যাশা (Union Budget)
একদিকে যেমন আকাশ ছোঁয়া দাম নিয়ে মানুষের জীবন অতিষ্ঠ। কর্মসংস্থানের ক্ষেত্রেও রয়েছে সমস্যা। অন্যদিকে, এবারের মোদি সরকার শরিকদের ওপর নির্ভরশীল। চন্দ্রবাবু নাইড়ু ও নীতিশ কুমার এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক, ফলে তাদেরকে বাজেটে খুশি রাখাটাও চ্যালেঞ্জ। ফলে এই বারের সাধারণ বাজেটের (Union Budget) পর নজর রয়েছে সবপক্ষের। বিশেষজ্ঞরা অবশ্য আরও একটি বিষয়ের ওপর নজর দিচ্ছেন তা হল চিকিতকসা ক্ষেত্র। এক্ষেত্রে সমস্যা একদিকে ওষুধের দাম বৃদ্ধি, অন্যদিকে স্বাস্থবীমার প্রিমিয়াম বেড়ে যাওয়া।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, অর্থমন্ত্রী সীতারমনের নতুন কর ব্যবস্থার অধীনে বাড়ির মালিকানাকে উৎসাহিত করা উচিত। ২০২৫ সালের বাজেটে (Union Budget) করদাতাদের জন্য কিছু ছাড় দেওয়া হতে পারে। নতুন কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করা যেতে পারে। কিছু ঘোষণা বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে বলেও আশা করা হচ্ছে।
সব মিলিয়ে বলা যায় এই বাজেট নিয়ে বণিক মহলের মধ্যে প্রত্যাশা রয়েছে, তেমনই সাধারণ মানুষও চাইছে তাঁদের প্রতিনজর দিক কেন্দ্রীয় সরকার, এখন দেখার নরেন্দ্র মোদির সরকার সবপক্ষকে সামলে বাজেটে কী দৃশা দেখায়।