ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: করম ডাল বিসর্জন দিতে গিয়ে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল সাত বছরের আদিবাসী কন্যা শ্রেষ্ঠার। এলাকায় শোকের ছায়া। এবছর দুর্গতিনাশিনী দেবী মা দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক এবং গমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ । তবে আজ মায়ের মৃন্ময়ী মূর্তির বিসর্জনের দিনে এত বড় বিপত্তি ঘটে যাবে তা হয়তো ভাবতে পারেনি কেউ! মায়ের সঙ্গে গভীর জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু ছোট্ট শ্রেষ্ঠার।
ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জ নগর সর্দার পাড়ায়। বাবা-মার একমাত্র সন্তান শ্রেষ্ঠা দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। শিশু নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত এলাকায়। তাদের অত্যন্ত অভাবের সংসার। বাবা উত্তম সর্দার হোটেলে কাজ করেন। আদিবাসী সম্প্রদায় হওয়ার কারণে আজ তাদের ধর্মীয় উপাচার মেনে সকলেই স্থানীয় পুকুরে যায় করম গাছের ডাল বিসর্জন দিতে।
জানা গিয়েছে, পাড়ার সকলে একসঙ্গে থাকলেও কয়েকটি বাচ্চা খেলতে খেলতে পাশের একটি পুকুরে জলে নামে তার মধ্যে চোখের নিমেষে তলিয়ে যায় শ্রেষ্ঠা। অন্য বাচ্চাদের চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা। দ্রুত নাবালিকাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথেও সে বমি করে। কিন্তু হাসপাতালে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: https://tribetv.in/bsf-shoots-down-pak-drone-carrying-heroin-pistol-in-punjab-ferozepur/
উৎসবের মরশুম শেষ না হতে হতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শান্তিপুর এলাকায়। আজ দুর্গাপুজোর বিসর্জনের দিন। তার আগেই ছোট্ট উমার চলে যাওয়ায় শোকস্তব্ধ নাবালিকার পরিবার, পরিজনরা।