ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের (UP Children Murder) শাজাহানপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৪ সন্তানকে গলা কেটে খুন করার পর আত্মঘাতী হলেন বাবা। কুড়ুল দিয়ে গলা কেটে ৪ সন্তানকে খুন করে তারপর নিজেকে শেষ করে দেন তিনি। বৃহস্পতিবার সকালে তা জানতে পারে লোকজন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্ত্রী’র সঙ্গে বিরোধের কারণেই এই ঘটনা ঘটিয়েছে তিনি৷
স্ত্রীর শাড়িতে ফাঁস দিয়ে ছেলে (UP Children Murder)
জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম রাজীব কাঠেরিয়ার। স্ত্রী কান্তি দেবীর দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। পারিবারিক অশান্তির কারণে কান্তি দেবী বুধবার রাগ করে বাপের বাড়িতে চলে যান। কিন্তু তাদের ১৩ বছরের মেয়ে স্মৃতি, ৯ বছরের মেয়ে কীর্তি, ৭ বছরের মেয়ে প্রগতি এবং ৫ বছরের ছেলে ঋষভ রাজীবের কাছেই ছিলেন। রাজীবের বাবা সকালে দরজা খুলে দেখেন রক্তাক্ত কাণ্ড (UP Children Murder)। রক্তাক্ত আবস্থায় নাতি-নাতনিদের মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন তিনি। পাশাপাশি স্ত্রীর শাড়িতে ফাঁস দিয়ে ছেলে রাজীবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: Bihar Hospital Incident: সরকারি হাসপাতালে মৃত শিশু বেঁচে উঠল বেসরকারি হাসপাতালে
রক্তমাখা ধারালো অস্ত্রও উদ্ধার (UP Children Murder)
ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘরের ভিতর থেকে রাজীব ও তাঁর সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘরের ভিতর থেকে রক্তমাখা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই অস্ত্র দিয়েই প্রথমে চার সন্তানকে নৃশংসভাবে খুন করার পরে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন রাজীব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ই