ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শবনম এবং শিবের সম্পর্কের কারণে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যার ফলে একটি সম্প্রদায় পঞ্চায়েত এই ঘটনায় হস্তক্ষেপ করে (UP Marriage Case)। সম্প্রদায়ের প্রবীণদের সঙ্গে আলোচনার পর, পঞ্চায়েত রায় দেয় যে শবনম যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন, যার ফলে তিনি আনুষ্ঠানিকভাবে তার দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেন এবং শিবের সঙ্গে বসবাস শুরু করেন।
প্রতিবেশী কিশোরকে বিয়ে করলেন শবনম (UP Marriage Case)
উত্তরপ্রদেশের আমরোহা জেলার সৈদ নাগলির এক চাঞ্চল্যকর ঘটনায় ২৬ বছরের এক মহিলা, শবনম, তাঁর স্বামীকে ডিভোর্স করে (UP Marriage Case) ও তিন মেয়েকে ফেলে রেখে বিয়ে করলেন তাঁর প্রতিবেশী প্রেমিককে, যিনি একজন উচ্চমাধ্যমিকের ছাত্র।
শবনমের এই সিদ্ধান্ত ঘিরে গোটা এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে (UP Marriage Case)। বিশেষ করে তাঁর প্রেমিকের সঙ্গে বয়সের পার্থক্য, ধর্মীয় ভিন্নতা এবং তিন সন্তানকে ফেলে রেখে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। শবনম এখন নিজের নাম বদলে রেখেছেন শিবানি। তিনি স্থানীয় এক মন্দিরে শিব নামে ওই কিশোরের সঙ্গে বিয়ে করেন।
“আমরা সুখে আছি”, জানাল দম্পতি (UP Marriage Case)
এই দম্পতি জানিয়েছেন, তাঁরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন এবং একসঙ্গে খুব খুশিতে রয়েছেন (UP Marriage Case)। এক সংবাদমাধ্যমকে শবনম বলেন, “আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমরা প্রাপ্তবয়স্ক, আমাদের জীবনে কেউ নাক গলাবে না। আমরা একসঙ্গে বাঁচব, একসঙ্গে মরব।”
আরও পড়ুন: UP Man Killed By Wife: স্বামীর রেলের চাকরি ‘হাতাতে’ খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খুন করলেন স্ত্রী
পঞ্চায়েতের সিদ্ধান্তে শবনম পেলেন স্বাধীনতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শবনম ও শিবের সম্পর্ক দুই পরিবারের মধ্যেই উত্তেজনা তৈরি করেছিল। এই পরিস্থিতিতে গ্রামের পঞ্চায়েত হস্তক্ষেপ করে। প্রবীণদের সঙ্গে আলোচনার পর পঞ্চায়েত সিদ্ধান্ত নেয়, শবনম কোথায় থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাঁর আছে। এরপরেই তিনি তাঁর দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেন এবং শিবের সঙ্গে থাকতে শুরু করেন।
শবনমের আগের বৈবাহিক জীবন
শবনমের এটি তৃতীয় বিয়ে। প্রথম বিয়ে হয়েছিল আলিগড়ে, যা ভেঙে যায়। তারপর তিনি সৈদ নাগলিতে এসে দ্বিতীয় বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্বামী প্রায় এক বছর আগে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। সেই সময় শবনম ধীরে ধীরে শিবের সঙ্গে ঘনিষ্ঠ হন। পরে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: SSC 2016 Panel Cancel: বঞ্চিত যোগ্যদের হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি রাহুলের
শবনমের আগের বিয়ে থেকে তিনটি মেয়ে আছে। এই শিশুরা এখন তাদের বাবার কাছেই থাকছে।
শান্তিতে থাকতে চায় নতুন দম্পতি
শবনম ও শিব জানিয়েছেন, তাঁরা প্রাপ্তবয়স্ক এবং আইন মোতাবেক তাঁদের সিদ্ধান্তে স্বাধীন। তাঁরা চাইছেন তাঁদের নতুন জীবন শান্তিতে কাটাতে, কেউ যেন তাঁদের মধ্যে হস্তক্ষেপ না করে।