Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল লেনদেনের জগতে নতুন (UPI) অধ্যায়ের সূচনা করল ভারত। দেশের অন্যতম সাফল্যগাথা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এবার আন্তর্জাতিক পরিসরে পা রাখল। দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৮ সেপ্টেম্বর উদ্বোধন করলেন “UPI-UPU ইন্টিগ্রেশন প্রকল্প”। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারতের ইউপিআই-এর সঙ্গে যুক্ত হল ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউ।
বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে করা যাবে (UPI)
এই যুগান্তকারী প্রকল্পের ফলে বিশ্বের ১৯২টি দেশের পোস্টাল (UPI) পরিষেবার বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে করা যাবে অর্থ স্থানান্তর। অর্থাৎ, এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ভারতীয়রা খুব সহজে, দ্রুত এবং কম খরচে ভারতে টাকা পাঠাতে পারবেন, তাও নিরাপদ উপায়ে। বিশেষ করে উপকৃত হবেন বিদেশে কর্মরত ভারতীয় শ্রমিক ও ছোট ব্যবসায়ী সম্প্রদায়। এতদিন আন্তর্জাতিক মানি ট্রান্সফারে প্রচুর সময় এবং অর্থ ব্যয় হত। ইউপিআই-ইউপিইউ সংযুক্তির ফলে সেই প্রক্রিয়া হবে অনেক সহজ, সরল এবং সময়সাশ্রয়ী।
আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ (UPI)
কেন্দ্রীয় মন্ত্রী এই উদ্যোগকে শুধুমাত্র একটি প্রযুক্তি নির্ভর প্রকল্প হিসেবে (UPI) দেখছেন না, বরং একে তিনি বলেছেন ‘একটি সামাজিক চুক্তি’। তাঁর মতে, এই ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি মানুষ আর্থিক ভাবে সুরক্ষিত হবেন। ভারত সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে, যা ভারতের ডিজিটাল পেমেন্ট খাতের আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।
আরও পড়ুন: Nepal Violence: নেপালের জেন জি বিক্ষোভে প্রাণ গেল ভারতীয় পর্যটকের, গুরুতর আহত আরও…
ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন
ভারতের ইউপিআই এতদিন ব্যবহারযোগ্য ছিল শুধুমাত্র কিছু নির্দিষ্ট দেশে। কিন্তু এবার এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের প্রায় প্রতিটি দেশে ভারতীয় নাগরিক এবং ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। একদিকে যেমন প্রবাসী ভারতীয়রা সহজে টাকা পাঠাতে পারবেন, অন্যদিকে ভারতের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।