ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১ অগস্ট থেকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবস্থায় আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন(UPI New Rules)। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, এই নতুন নিয়মগুলো কার্যকর হলে সিস্টেমের গতি ও স্থিতিশীলতা বাড়বে। ব্যালান্স চেক, অটোপে এবং ট্রানজ়্যাকশন স্ট্যাটাস সংক্রান্ত নতুন বিধি সকল UPI ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হবে।
মূল পরিবর্তনগুলো কী কী? (UPI New Rules)
- ব্যালান্স চেক সীমা: কোনও একটি UPI অ্যাপ থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক করা যাবে। এর বেশি হলে ব্যালান্স ভিউ ব্লক হয়ে যাবে।
- অটোপে লেনদেন: EMI, সাবস্ক্রিপশন বা বিল পেমেন্টের মতো অটোপে লেনদেনগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন হবে।
- ট্রানজ়্যাকশন স্ট্যাটাস চেক সীমা: কোনও পেমেন্ট আটকে গেলে ৯০ সেকেন্ড অন্তর সর্বোচ্চ ৩ বার স্ট্যাটাস চেক করা যাবে।
কেন এই পরিবর্তন আনা হচ্ছে? (UPI New Rules)
NPCI জানিয়েছে, পিক আওয়ারে (সকাল ১০টা–দুপুর ১টা ও বিকেল ৫টা–রাত ৯:৩০টা) UPI সিস্টেমে প্রচুর চাপ থাকে(UPI New Rules)। নিয়মিত ব্যালান্স চেক বা রিফ্রেশের কারণে সার্ভার স্লো হয়ে যায়। মার্চ এবং এপ্রিল ২০২৫-এ দুইটি বড় আউটেজ হয়েছিল, যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক সমস্যায় পড়েন। এই নতুন বিধি সার্ভারের লোড কমিয়ে লেনদেন দ্রুত ও নিরবচ্ছিন্ন করতে সাহায্য করবে।

অটোপে লেনদেনের নতুন সময়সূচি (UPI New Rules)
অটোপে লেনদেন (যেমন মোবাইল রিচার্জ, OTT সাবস্ক্রিপশন, EMI) পিক আওয়ার এড়াতে নিম্নলিখিত সময়ে প্রক্রিয়া হবে:
- সকাল ১০টার আগে
- দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে
- রাত ৯:৩০টার পরে
কারা এই নিয়মের আওতায় আসবেন? (UPI New Rules)
PhonePe, Google Pay, Paytm সহ সব ধরনের UPI অ্যাপ ব্যবহারকারীর জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। ব্যাংক এবং মার্চেন্ট ব্যবহারকারীরাও এর বাইরে নয়।

সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রভাব (UPI New Rules)
যারা দিনে ৫০ বারের কম ব্যালান্স চেক করেন, তাদের জন্য এই পরিবর্তনের কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। নিয়মিত পেমেন্ট, টাকা ট্রান্সফার বা বিল পেমেন্ট আগের মতোই চলবে। কেবলমাত্র অটোপে পেমেন্ট নির্দিষ্ট সময় অনুযায়ী হবে।
লেনদেনের সীমা কি পরিবর্তিত হচ্ছে? (UPI New Rules)
না। UPI-তে একক লেনদেনে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা ট্রান্সফারের সীমা আগের মতোই থাকবে।
ব্যবহারকারীদের কিছু করতে হবে কি? (UPI New Rules)
না, নতুন নিয়ম স্বয়ংক্রিয়ভাবে আপনার UPI অ্যাপে কার্যকর হবে। শুধু দিনে ৫০ বার ব্যালান্স চেকের সীমার কথা মাথায় রাখতে হবে।