ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার ভাগ্য বদলাবে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের (Upper Primary Counseling Date)! স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে, ওয়েটিং লিস্টে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে। অর্থাৎ, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। ১০ দিন ধরে চলবে এই প্রক্রিয়া।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং চাকরিপ্রার্থীদের! (Upper Primary Counseling Date)
এসএসসি (SSC) সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর কাউন্সেলিং শেষ হবে। ২৫ ডিসেম্বর থেকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটি পড়ে যাচ্ছে। তাই এসএসসি ১৫ ডিসেম্বর থেকে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং (Upper Primary Counseling Date) শুরু করতে এবং ২৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাইছে। দফায় দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে আগেই বহু চাকরিপ্রার্থীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডেলে ব্রাত্যর বিবৃতি (Upper Primary Counseling Date)
এ বার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের (Upper Primary Counseling Date) একাধিক কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণ করা হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে বিবৃতিও প্রকাশ করেছেন তিনি। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি (SSC)সূত্রে খবর। কয়েক দিনের মধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিং এর সূচিও প্রকাশ করা হবে।
কাউন্সেলিং-এর প্রক্রিয়া ও শূন্যপদ (Upper Primary Counseling Date)
প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২,০৭২। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিং- এ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে ২,০৭২টি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের। প্রশ্ন উঠছে, তা হলে সকল অপেক্ষারত প্রার্থীকে কবে ডাকা হবে?
আরও পড়ুন: Finance comity Meeting: নবান্নে শুরু ষোড়শ অর্থ কমিশনের বৈঠক
কোন তথ্যের ভিত্তিতে দ্বিতীয় কাউন্সেলিং?
কমিশন সূত্রে খবর, এসএসসির নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাঁদের সম্পূর্ণ তালিকা না-আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, সুপরিশপত্র পাওয়ার পর ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি তা না হয়, তা হলে ধরে নেওয়া হবে ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি (SSC)।
আরও পড়ুন: West Bengal News: গোয়ালঘরে ICDS সেন্টার, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের প্রার্থীদের কাউন্সেলিং। প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে গত ২৭ নভেম্বর। স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে খবর, এই সময়কালে মেধাতালিকায় থাকা ৮,৭৪৯ জনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬,৬৮০ জন সুপারিশ পত্র গ্রহণ করেছেন। এর পর্যায়ের কাউন্সেলিংয়ে ২,০৬৯ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এই পর্যায়ে ওয়েটিং লিস্টে থাকা প্রায় ৫ হাজারের মতো চাকরিপ্রার্থীর নাম রয়েছে, যাঁদের কাউন্সেলিং শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।