Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) প্রশাসন চীনে কৃত্রিম মেধা (এআই) নির্ভর উন্নত চিপ বিক্রির জন্য দুটি মার্কিন প্রযুক্তি সংস্থার কাছ থেকে সরাসরি অর্থ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে(US China Export)। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই চুক্তি হয়েছে এনভিডিয়া এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)-র সঙ্গে। চুক্তির শর্ত অনুযায়ী, চীনে চিপ বিক্রি করে দুই সংস্থা যে মুনাফা করবে, তার ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে হবে।
‘এইচ২০’ ও ‘এমআই৩০৮’ চিপের রফতানি অনুমোদন (US China Export)
সূত্রের দাবি, এনভিডিয়ার ‘এইচ২০’ এআই চিপ চীনে রফতানি করার জন্য মার্কিন সরকার বিশেষ অনুমতি দিচ্ছে(US China Export)। এর বিনিময়ে লাভের অংশীদারি চাইছে প্রশাসন। একইভাবে এএমডির ‘এমআই৩০৮’ চিপের ক্ষেত্রেও একই শর্তে অনুমোদন মিলেছে। অনুমান করা হচ্ছে, এই চুক্তি থেকে মার্কিন সরকার কোটি কোটি ডলার রাজস্ব পেতে পারে।
গত এপ্রিল থেকে আমেরিকা ও চীনের মধ্যে শুল্কযুদ্ধ এবং প্রযুক্তি রফতানি নিয়ন্ত্রণ নীতির কারণে এই দুই ধরনের উন্নত এআই চিপ চীনে বিক্রি বন্ধ ছিল। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং তখন থেকেই ওয়াশিংটন ও বেইজিং—দুই দিকের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অবশেষে গত শুক্রবার থেকে ‘এইচ২০’ চিপ পাঠানোর অনুমতি শুরু হয়, আর গত সপ্তাহের শেষে এএমডির চিপ রফতানিও অনুমোদিত হয়।
এনভিডিয়ার প্রতিক্রিয়া (US China Export)
রবিবার এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনার সময় সবসময় মার্কিন সরকারের নিয়ম মেনে চলে(US China Export)। সংস্থাটি স্বীকার করেছে যে গত কয়েক মাস ধরে ‘এইচ২০’ চিপ চীনে পাঠানো হয়নি। তাদের আশা, নতুন রফতানি বিধি আমেরিকার প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে এনভিডিয়ার সিইও–র বৈঠকের পরই এই লাভ ভাগাভাগির চুক্তি চূড়ান্ত হয়।

বিরল সিদ্ধান্ত, বাড়ছে সমালোচনা (US China Export)
মার্কিন ইতিহাসে কোনও প্রযুক্তি সংস্থাকে রফতানি অনুমতি দেওয়ার বিনিময়ে সরকারের রাজস্ব অংশীদার হওয়ার ঘটনা অত্যন্ত বিরল(US China Export)। এই পদক্ষেপে মার্কিন রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই অনুমোদনের ফলে চীন কৃত্রিম মেধা ও সামরিক প্রযুক্তিতে আরও উন্নত হয়ে উঠতে পারে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে।

যদিও এনভিডিয়ার দাবি, তারা প্রতিপক্ষ দেশগুলিকে বড় আকারে চিপ বিক্রি করে না এবং ‘এইচ২০’ বিশ্বের সবচেয়ে উন্নত চিপ নয়(US China Export)। মার্কিন প্রশাসনের যুক্তি, চীনকে সীমিত প্রযুক্তি দিয়েও তারা বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে চাইছে, যাতে চীনা জায়ান্ট হুয়াই–এর মোকাবিলায় মার্কিন সংস্থাগুলি শক্তিশালী হয়।