ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি, আমেরিকায় জন্মসূত্রে (US Citizenship) নাগরিকত্ব আইন বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিপদে ফেলতে পারে হাজার হাজার ভারতীয়কে। বিশেষত, যাঁরা আমেরিকায় বসবাসকারী ভারতীয় দম্পতি এবং সন্তান নিতে চাইছেন, তাঁদের মধ্যে এই উদ্বেগ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এই আইনের পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করেছে, যা ইতিমধ্যে আদালতের মধ্যে আটকে রয়েছে।
নাগরিকত্ব আইন পরিবর্তন (US Citizenship)
আমেরিকায়, বর্তমান আইন অনুযায়ী, যেকোনো শিশুর জন্ম (US Citizenship) হলে তা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। তবে, ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নাগরিকত্ব আইন পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার ফলে অনেক ভারতীয় অভিবাসী দম্পতির মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় অবস্থানরত ভারতীয়রা বিশেষত চিন্তিত। তাঁদের সন্তানদের নাগরিকত্বের বিষয়টি যদি নতুন আইনের আওতায় আসে, তবে পরিস্থিতি জটিল হয়ে যাবে।
শঙ্কায় ভারতীয়রা (US Citizenship)
অক্ষয় পাইস, একজন ভারতীয় ইঞ্জিনিয়ার (US Citizenship), তাঁর স্ত্রীকে নিয়ে তিনি চিন্তিত। তিনি জানিয়েছেন, “এটি আমাদের উপর সরাসরি প্রভাব ফেলবে। নতুন নিয়ম কার্যকর হলে, জানি না আমরা কী করব।” অনেক দম্পতি এমনকি চাইছেন, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে তাঁদের সন্তান যেন জন্মগ্রহণ করে। এর ফলে অন্তঃসত্ত্বা মহিলারা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পথে ঝুঁকতে পারেন।
আরও পড়ুন: US Tariff Conflict: ইউরোপীয় ইউনিয়নের পাল্টা চাপ, আমেরিকার পণ্যেও বসবে শুল্ক
আমেরিকায় জন্মেও পাবে না ভিসা
এইচ-১বি ভিসাধারী সন্তানেরাও নতুন নিয়মের কারণে আইনি অনিশ্চয়তায় পড়তে পারেন। আমেরিকায় ভারতীয় অভিবাসী সংখ্যা উল্লেখযোগ্য, এবং সেখানে পাঁচ লক্ষের বেশি লোকের কাছে অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে, তাঁদের সন্তানরা আমেরিকায় জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না, যা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে।

বিষয়টি আদালতে বিচারাধীন
যদিও এই আইন পরিবর্তনের বিষয়টি এখন আদালতে বিচারাধীন, তবে ভারতীয় দম্পতিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁরা বর্তমানে একটাই চিন্তা করছেন—কিভাবে সুস্থ ভাবে তাঁদের সন্তানের জন্ম হবে। নাগরিকত্বের বিষয়টি তারা পরে ভাববার পরিকল্পনা করছেন।
সংবিধানের কথা
আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি ‘জুস সোলি’ নামে পরিচিত, যা একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ ‘মাটির অধিকার’। যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সেখানে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে স্বাভাবিকভাবেই নাগরিকত্ব প্রদান করা হবে। এমনকি, যদি শিশুর মা-বাবা অন্য দেশের নাগরিক হন, তবুও শিশুটি আমেরিকার নাগরিকত্ব পাবে। এই আইন ১৮৬৮ সালে ১৪তম সংশোধনীতে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।