Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় পণ্যের উপর আমেরিকা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, ফলে মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে(US Extra Tariff On India)। মঙ্গলবার মধ্যরাত থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর জেরে ভারতের টেক্সটাইল, রত্ন ও গহনা, চামড়া এবং চিংড়ি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৪ লক্ষ চাকরি ঝুঁকির মুখে পড়বে।
টেক্সটাইল শিল্পে সর্বাধিক ক্ষতি (US Extra Tariff On India)
শুধু টেক্সটাইল শিল্পেই প্রায় ২ লক্ষ কর্মসংস্থান সংকটের মুখে। ভারতীয় রপ্তানির ৭.৩৫ লক্ষ কোটি টাকার বাজারে সরাসরি প্রভাব পড়বে বলে অনুমান। অনেক কোম্পানিকেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে।
ট্রাম্পের স্বাক্ষরিত আদেশ (US Extra Tariff On India)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, যেসব ভারতীয় পণ্য ২৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন ডেলাইট টাইম) থেকে আমেরিকার বাজারে প্রবেশ করবে, অথবা গুদাম থেকে বের করা হবে, তার উপর নতুন শুল্ক কার্যকর হবে।

আরও পড়ুন : PM Modi Avoid Trump Calls : মোদিকে ৪ বার ফোন করেছিলেন ট্রাম্প! কিন্তু কেন উত্তর দেননি একবারও?
শুল্ক বৃদ্ধির কারণ (US Extra Tariff On India)
মার্কিন প্রশাসনের দাবি, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল ও অস্ত্র কিনছে। এই অর্থে রাশিয়া যুদ্ধে শক্তি সঞ্চয় করছে। সেই কারণেই ভারতীয় রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন শিল্পে প্রভাব পড়বে (US Extra Tariff On India)
৮৬ বিলিয়ন ডলারের ভারতীয় রপ্তানির বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে। বিশেষত পেট্রোলিয়াম পণ্য, টেক্সটাইল, রত্ন-গহনা এবং চামড়াজাত দ্রব্যের উপর এর প্রভাব পড়বে। যদিও ওষুধ, ইলেকট্রনিক সামগ্রী এবং কিছু বিশেষ পণ্যকে শুল্কমুক্ত রাখা হয়েছে।
টেক্সটাইল ক্ষেত্র সবচেয়ে বড় ধাক্কা খাবে। ২৫ শতাংশ শুল্ক হলেও ভারত টিকে যেতে পারত। কিন্তু ৫০ শতাংশে পৌঁছনোয় বাংলাদেশের, ভিয়েতনামের, শ্রীলঙ্কার, কম্বোডিয়ার ও ইন্দোনেশিয়ার পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারত পিছিয়ে পড়বে। বর্তমানে এসব দেশের উপর তুলনামূলকভাবে মাত্র ৩০-৩১ শতাংশ শুল্ক আরোপিত।

আরও পড়ুন : Aswin Retirement : ‘আমার সময় শেষ…!’ এবার আইপিএলকেও বিদায় জানালেন অশ্বিন
গহনা ও চামড়াজাত দ্রব্যে সমস্যা
রত্ন ও গহনা শিল্পও বড়সড় আঘাত পেতে চলেছে। যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বড় বাজার। নতুন শুল্কবিধি কার্যকর হলে ভারতীয় হীরার গয়না ও অন্যান্য অলঙ্কার মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। একইভাবে চামড়া শিল্পেও বড় ধাক্কা আসবে।
চাকরি ও অর্থনীতিতে প্রভাব (US Extra Tariff On India)
অর্থনীতিবিদরা বলছেন, ভারতের শ্রমনির্ভর শিল্পগুলির উপর এই শুল্ক বৃদ্ধি বিপর্যয় ডেকে আনবে। চাকরি হারানোর পাশাপাশি রপ্তানি আয়ও কমে যাবে। এতে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ও অর্থনৈতিক বৃদ্ধির হার উভয়েই প্রভাবিত হতে পারে।