ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US India Trade Deal)। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারত আমেরিকার পণ্যের উপর থেকে ১০০ শতাংশ শুল্ক তুলে দিতে রাজি হয়েছে। তবে একইসঙ্গে তিনি জানান, এই বিষয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না। তাঁর মতে, শুল্ক হ্রাসের এই প্রস্তাব আমেরিকার পক্ষে ‘একটি বড় সাফল্য’।
ভারত প্রচুর কর নেয় : ট্রাম্প (US India Trade Deal)
ট্রাম্পের ভাষায়, “ভারত প্রচুর কর নেয়। বিশ্বের অন্যতম সর্বোচ্চ করপ্রাপক দেশ হল ভারত (US India Trade Deal)। এই কারণে ওদের সঙ্গে বাণিজ্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু এখন ওরা ১০০ শতাংশ কর কমিয়ে দিতে চাইছে। আমি বলেছি, শীঘ্রই সেটা হবে। কিন্তু আমার কোনও তাড়া নেই।” ট্রাম্প (Donald J. Trump) আরও দাবি করেন, শুধু ভারত নয়, দক্ষিণ কোরিয়াও আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চায়। তাঁর কথায়, “১৫০টি দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করতে চাইছে। তবে আমি সকলের সঙ্গে চুক্তি করব না। আমি একটা সীমা নির্ধারণ করতে চাই।”
জয়শঙ্করের বিবৃতি (US India Trade Deal)
তবে ট্রাম্পের এই বক্তব্যকে পুরোপুরি নস্যাৎ না করলেও, ভারতের তরফে বিষয়টি নিয়ে অনেক বেশি সংযত প্রতিক্রিয়া এসেছে (US India Trade Deal)। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr. S. Jaishankar) এক বিবৃতিতে বলেন, “ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে ঠিকই, কিন্তু এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি।” তিনি আরও জানান, “এ ধরনের চুক্তি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। আমরা চাই, যে কোনও চুক্তি উভয় দেশের জন্য লাভজনক হোক। যতক্ষণ না তা চূড়ান্ত হয়, ততক্ষণ এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করাই ঠিক নয়।”

চূড়ান্ত বাণিজ্যচুক্তির চেষ্টা (US India Trade Deal)
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ‘পারস্পরিক শুল্ক’ নীতির কথা বলেন, যার অধীনে অন্য দেশ যেভাবে আমেরিকার পণ্যে শুল্ক বসায়, আমেরিকাও তেমনভাবে তাদের পণ্যে শুল্ক আরোপ করবে (US India Trade Deal)। এই নীতির জেরে ভারতের বহু পণ্যের উপর অতিরিক্ত ২৬ শতাংশ শুল্ক বসানো হয় আমেরিকার তরফে। যদিও সেই শুল্ক বর্তমানে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এবং এই সময়ের মধ্যেই চূড়ান্ত বাণিজ্যচুক্তির চেষ্টা চলছে।

আরও পড়ুন: Akashteer Air Defence System : ভারতের ‘আকাশতির’ টেক্কা দিচ্ছে চিনের প্রযুক্তিকেও!
ভারতের অর্থনৈতিক স্বার্থ (US India Trade Deal)
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মূলত তাঁর রাজনৈতিক অবস্থানকে মজবুত করতেই, বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে (US India Trade Deal)। নিজের ‘চুক্তির মাস্টার’ ইমেজকে তুলে ধরতেই এমন মন্তব্য করেছেন তিনি। ভারতের পক্ষ থেকে কূটনৈতিকভাবে সংযত প্রতিক্রিয়া জানিয়ে বোঝানো হয়েছে, দিল্লি চায় সমতার ভিত্তিতে এবং উভয় পক্ষের স্বার্থরক্ষার মাধ্যমে আলোচনা এগোক। আপাতত দুই দেশের মধ্যে আলোচনা চললেও, বাণিজ্যচুক্তি নিয়ে এখনও অনেক দিক স্পষ্ট নয়। এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ। ফলে আমেরিকার সঙ্গে চুক্তি হলেও, তা হতে হবে ভারতের অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে—এটাই স্পষ্ট করে দিল ভারত সরকার।