ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আধুনিক প্রযুক্তির অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান বলে পরিচিত মার্কিন নৌসেনার এফ-৩৫ বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী ভোররাতে ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়েছে(F-35 Crash)। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর নেই।
নৌসেনার বিমানঘাঁটির কাছে ভয়াবহ দুর্ঘটনা (F-35 Crash)
স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ক্যালিফোর্নিয়ার লেমুর এলাকার কাছে অবস্থিত মার্কিন নৌসেনার (U.S. Navy) বিমানঘাঁটির (Naval Air Station Lemoore) সন্নিকটে ঘটে এই দুর্ঘটনা(F-35 Crash)। স্থানীয় বাসিন্দারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়।
সমাজমাধ্যমে ছড়াল ধ্বংসের ছবি (F-35 Crash)
দুর্ঘটনার পরে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও, যদিও তাদের সত্যতা নিশ্চিত করা যায়নি(F-35 Crash)। সেগুলিতে দেখা যাচ্ছে, একটি খোলা মাঠে পড়ে রয়েছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, যা থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে। আশপাশের এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুদ্ধবিমান ও পাইলটের পরিচয়
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় ভেঙে পড়া বিমানটি ছিল এফ-৩৫ লাইটনিং টু (F-35C Lightning II) মডেলের(F-35 Crash)। এটি মার্কিন নৌসেনার স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন VFA-125 ‘Rough Raiders’-এর অন্তর্ভুক্ত ছিল। সূত্র জানায়, দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে পাইলট ইজেকশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে বিমান থেকে বের করে আনতে সক্ষম হন। তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: US Pakistan Trade Deal : ভারতের উপর শুল্ক চাপিয়ে পাকিস্তানে সঙ্গে বাণিজ্য চুক্তি সারলেন ট্রাম্প!
দ্রুত পৌঁছে যায় উদ্ধারকারী দল (F-35 Crash)
ঘটনার খবর পেয়েই নৌসেনা, দমকল ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এবং আশপাশের এলাকাগুলিকে ঘিরে ফেলা হয় যাতে কেউ ধ্বংসাবশেষে প্রবেশ না করে। বিমানটির মধ্যে কোনও অস্ত্র বা গোপন সামরিক যন্ত্রাংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কী কারণে দুর্ঘটনা? (F-35 Crash)
এই প্রশ্নের উত্তর এখনই নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি, যান্ত্রিক ব্যর্থতা কিংবা পাইলটের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনার কথা বিবেচনায় রাখা হচ্ছে। মার্কিন নৌসেনা জানিয়েছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করবে।

অতীতে এরকম আরও ঘটনা (F-35 Crash)
উল্লেখযোগ্যভাবে, এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত এর আগেও একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক হলেও এর রক্ষণাবেক্ষণ ও উড্ডয়ন-পূর্ব যাচাইকরণে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন বলে জানিয়ে আসছেন সামরিক বিশেষজ্ঞরা।
মার্কিন নৌসেনার আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের এমন বিপর্যয় শুধু দেশের নিরাপত্তা নয়, ভবিষ্যতের যুদ্ধবিমান নীতি ও কৌশলগত প্রস্তুতির উপরও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। যদিও প্রাণহানি হয়নি, তবুও এমন দুর্ঘটনা সেনা মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তদন্তে কী উঠে আসে, সেদিকে এখন নজর সারা বিশ্বের।