Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) বাণিজ্য ও শিল্পবিষয়ক উপদেষ্টা পিটার নাভারো এক বিস্ফোরক মন্তব্য করেছেন (US On Russia Ukraine War)। তাঁর দাবি, ইউক্রেন যুদ্ধ কেবল রাশিয়া বা ন্যাটোর লড়াই নয়, বরং তা আংশিকভাবে ভারতের সঙ্গে জড়িত। নাভারোর কথায়, “এটি মোদীর যুদ্ধ, এবং শান্তির পথ আংশিকভাবে দিল্লির মধ্য দিয়েই যায়।”
ভারতের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্যের অভিযোগ (US On Russia Ukraine War)
পিটার নাভারো অভিযোগ করেছেন যে ভারত রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সক্রিয়ভাবে সহায়তা করছে(US On Russia Ukraine War)। তাঁর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক চাপ কার্যকর হতে না দেওয়ার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। রাশিয়া থেকে তেল আমদানি, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি এবং আন্তর্জাতিক নীতিতে ভারতের অবস্থান—সবই মস্কোর পক্ষে কাজ করছে বলে অভিযোগ তাঁর।
“আমেরিকার ক্ষতি হচ্ছে ভারতের কারণে”(US On Russia Ukraine War)
নাভারো আরও দাবি করেন, ভারতের উচ্চ শুল্কনীতি এবং রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ফলে মার্কিন অর্থনীতির উপর সরাসরি চাপ পড়ছে(US On Russia Ukraine War)। তাঁর কথায়,
“ভারত যা করছে, তার খেসারত দিচ্ছে আমেরিকার সাধারণ নাগরিকরা। আমাদের চাকরি যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হচ্ছে, আয়ের সুযোগ কমছে এবং উচ্চ মজুরির শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।”
এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করেন, আমেরিকার করদাতাদেরও বাড়তি বোঝা বহন করতে হচ্ছে। কারণ ওয়াশিংটনকে পরোক্ষে “মোদীর যুদ্ধ” অর্থাৎ ইউক্রেন সংঘাতের অর্থায়ন করতে হচ্ছে।

আরও পড়ুন : Maoist Attack : ছত্তীসগড়ের বস্তারে ফের মাওবাদী হামলাা! খুন হলেন এক শিক্ষক
রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক(US On Russia Ukraine War)
নাভারোর এই মন্তব্য নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তাঁর বক্তব্য আসলে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ চাপ এবং আন্তর্জাতিক ব্যর্থতার প্রতিফলন। অন্যদিকে, সমালোচকরা বলছেন, এ ধরনের মন্তব্য ভারত-মার্কিন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভারত অবশ্য বারবার জানিয়েছে, তারা “শান্তি” এবং “কূটনৈতিক আলোচনার” পক্ষে। নয়াদিল্লি জোর দিয়ে বলে আসছে যে তাদের জ্বালানি আমদানি মূলত জাতীয় স্বার্থে, এবং তা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে না।

আরও পড়ুন : Rastakhiz Missile : তড়িৎচৌম্বকীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের! টেক্কা দেবে ইজরায়েলকে?
“শান্তির পথ দিল্লির মধ্য দিয়ে যায়”(US On Russia Ukraine War)
নাভারো তাঁর বক্তব্যে আরও বলেন, “এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয় যদি না ভারত তার বর্তমান নীতি পরিবর্তন করে। শান্তির রাস্তা আংশিকভাবে দিল্লির মধ্য দিয়েই যায়।”
তাঁর এই মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত দেয়, ইউক্রেন সংকটের সমাধানে মার্কিন নীতি নির্ধারকরা এখন ভারতের ভূমিকাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।