Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে একটি তামার খনি সংস্কারের কাজ শুরু হয়েছে (US Pakistan Relations)। খনি থেকে তামা উত্তোলন শুরু হলে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম তামার খনি হিসেবে বিবেচিত হবে। তবে এই প্রকল্পটি চালানোর জন্য পাকিস্তানের সংস্থা ‘রেকো ডিক কপার অ্যান্ড গোল্ড মাইন’ আমেরিকার (Donald J. Trump) এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাঙ্ক থেকে ১০ কোটি ডলার ঋণ চেয়েছে।
ঋণের পেছনের উদ্দেশ্য কী? (US Pakistan Relations)
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ঋণটি দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন(US Pakistan Relations)। ব্যাঙ্কের পরিচালন পর্ষদ বৈঠকে বসে ২৬ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে, ঋণ অনুমোদিত হবে কি হবে না। প্রাপ্ত ঋণ খনির উন্নয়নে ব্যবহার করা হবে, যেমন— সোলার প্যানেল স্থাপন, খনিতে নামার উপযোগী ট্রাক কেনা এবং অন্যান্য সরঞ্জামাদি।
অংশীদারিত্ব ও পূর্ববর্তী ঋণ (US Pakistan Relations)
এই সংস্থার ৫০ শতাংশ অংশীদারি রয়েছে কানাডার ব্যারিক গোল্ড কর্পোরেশন-এর, ২৫ শতাংশ বালোচিস্তান প্রাদেশিক সরকারের এবং বাকি ২৫ শতাংশ পাকিস্তান সরকারের। ইতিমধ্যেই সংস্থাটি এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি) এবং বিশ্বব্যাংক থেকে ৮৫ কোটি ডলার ঋণ পেয়েছে।
খনির সম্ভাবনা ও গুরুত্ব (US Pakistan Relations)
প্রাথমিক হিসাব অনুযায়ী, এই খনি থেকে বছরে প্রায় ৮০ হাজার টন তামা উত্তোলন করা সম্ভব(US Pakistan Relations)। তুলনায় ভারতে ২০২৫ সালে তামার উৎপাদন মাত্র ৩০ হাজার টন। খনির ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ, কারণ বালোচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘাতের কারণে প্রদেশের স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখা চ্যালেঞ্জিং।

আরও পড়ুন : Daruma Doll Gift To Modi : জাপান সফরে দারুমা পুতুল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদি! কী এই পুতুল?
আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রভাব (US Pakistan Relations)
বিশ্বে তামার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে(US Pakistan Relations)। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে তামার ব্যবহার বেড়েছে। এ কারণে অনেকেই মনে করছেন, আমেরিকার পক্ষ থেকে ঋণ অনুমোদিত হলে উত্তোলিত তামার একটি অংশ যুক্তরাষ্ট্রের হাতে আসতে পারে। ইতিমধ্যেই আমেরিকান সংস্থাগুলি খনির উন্নয়নে পরামর্শদাতা ও সরঞ্জাম সরবরাহের জন্য পাকিস্তানের সংস্থার সঙ্গে কথা বলেছে।

আরও পড়ুন : Russia Ukraine War : রাশিয়ার হামলায় ডুবে গেল ইউক্রেনের নৌবাহিনীর জাহাজ, এক নাবিক নিহত
চ্যালেঞ্জ ও নিরাপত্তা (US Pakistan Relations)
বালোচিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা প্রকল্পের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানকার বড় কয়লা ও তামার খনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে খনি থেকে উৎপাদিত তামা দেশের অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
পাকিস্তান এ ধরণের প্রকল্পের মাধ্যমে বিদেশী ঋণ ও প্রযুক্তি সাহায্য গ্রহণ করে খনিজ সম্পদ উন্নয়ন করতে চায়, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির শক্তি বাড়াতে সহায়ক হবে।