ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ আলোচনা শেষে অবশেষে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় পৌঁছেছে পাকিস্তান(US Pakistan Trade Deal)। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শুল্ক ও আমদানি-রফতানি সংক্রান্ত বিষয়ে উভয় দেশই ঐকমত্যে পৌঁছেছে। যদিও এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গেও অনুরূপ সমঝোতায় পৌঁছনোর পর একযোগে তা প্রকাশ করা হবে।
সফল আলোচনার পেছনে কূটনৈতিক তৎপরতা (US Pakistan Trade Deal )
চুক্তির উদ্দেশ্যে গত সোমবার পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আমেরিকায় যায়(US Pakistan Trade Deal )। পাক বাণিজ্য সচিব জাওয়াদ পালের নেতৃত্বে চার দিনের সেই আলোচনায় অংশ নেয় তারা। ডন-এর প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দুই দেশই বাণিজ্যের একটি বিস্তৃত কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে।
ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব (US Pakistan Trade Deal )
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমদানি পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করেন একাধিক দেশের ক্ষেত্রে(US Pakistan Trade Deal )।পাকিস্তানের উপর চাপানো হয়েছিল ২৯ শতাংশ অতিরিক্ত শুল্ক। একই নীতি অনুসরণ করে ভারতের উপর ২৬ শতাংশ এবং বাংলাদেশের উপরও শুল্ক আরোপ করা হয়েছিল। যদিও ওই শুল্ক ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়, এবং তার আগেই সংশ্লিষ্ট দেশগুলিকে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে বলা হয়। পাকিস্তান এই সময়সীমার চার দিন আগেই সমঝোতা সম্পন্ন করে অন্য দেশগুলির চেয়ে এগিয়ে রইল।

আরও পড়ুন: Russia China Relation : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না চিন, স্পষ্ট বার্তা ওয়াং ই-র
কী ফল মিলবে এই সমঝোতার? (US Pakistan Trade Deal )
সমঝোতার ফলে পাকিস্তানে মার্কিন পণ্যের আমদানি বাড়তে পারে। বিশেষত খনিজ তেল আমদানির ক্ষেত্রে ইসলামাবাদ আমেরিকাকে অগ্রাধিকার দিতে পারে। একই সঙ্গে খনি, বিদ্যুৎ এবং পরিকাঠামো খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনাও প্রবল।
বাণিজ্যিক স্থিতিশীলতা ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই চুক্তি পাকিস্তানের জন্য কৌশলগত জয় বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। ট্রাম্প (Donald J. Trump) প্রশাসনের বাণিজ্যিক কঠোরতা মোকাবিলায় পাকিস্তানের এই আগ্রহ তাদের অর্থনীতিতে কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের চেয়ে এক কদম এগিয়ে পাকিস্তান (US Pakistan Trade Deal )
যেখানে ভারতের সঙ্গে এখনও আলোচনার টেবিলেই রয়েছে চুক্তির বিষয়বস্তু, পাকিস্তান আগেই তা সম্পন্ন করে ফেলেছে। তবে মার্কিন কোষাগার সচিব স্কট বিসেন্ট জানিয়েছেন, সময়সীমা পেরোলেও কিছু দেশকে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে।

আমেরিকার সঙ্গে চুক্তি (US Pakistan Trade Deal)
বাণিজ্যিক অনিশ্চয়তার আবহে পাকিস্তান আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল— তারা স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে(US Pakistan Trade Deal )। এখন দেখার, অন্যান্য দেশ—বিশেষ করে ভারত—এই সময়সীমার মধ্যে কীভাবে নিজেদের অবস্থান মজবুত করে এবং বাণিজ্যিক আলোচনা কোথায় গিয়ে দাঁড়ায়।