ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার সেই মেয়াদ শেষ হচ্ছে। এই আবহে আগামী ১ অগস্ট পর্যন্ত ‘লিবারেশন ডে’ পারস্পরিক শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট(US President) ৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চলেছেন তিনি ৷ আর ট্রাম্পের এই ঘোষণায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারত।
নয়া শুল্কনীতির সময়সীমা বৃদ্ধি (US President)
সোমবার হোয়াইট হাউসের তরফে প্রকাশিত নির্দেশনামায় ট্রাম্প বলেন, ‘একাধিক শীর্ষ আধিকারিকদের পরামর্শ এবং একাধিক সূত্র মারফৎ পাওয়া তথ্যের ভিত্তিতে নয়া শুল্ক নীতি কার্যকরের সময়সীমা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছি(US President) ৷ সেই সঙ্গে, বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হবে এমন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী ১ অগস্ট রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে ৷’ মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে নির্বাচনী প্রচার থেকেই শুল্ক নীতিতে বদলের ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প ৷ জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসের দায়িত্বে আসার পর তাঁর সেই ইঙ্গিত বাস্তবায়নের পথ মসৃণ হয়ে যায় ৷ দেশের অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফার বৈঠকের পর গত ২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্তি দিবসের দিন পারস্পরিক শুল্ক ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প৷

আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা (US President)
নয়া শুল্ক নীতিতে ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প(US President) ।এছাড়াও তিনি অন্যান্য দেশের উপরও শুল্ক আরোপ করেন। সেই ঘোষণার পর আন্তর্জাতিক অর্থনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয় ৷ বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়ে যথেষ্ট ৷ পরিস্থিতি সামাল দিতে নয়া শুল্ক কার্যকরের জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দেন তিনি ৷ সেই সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য সমস্ত ব্যবসায়িক অংশীদার রাষ্ট্রগুলিকে ৯ জুলাইয়ের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ৷নয়া শুল্ক নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত-সহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদার রাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য তৈরি হয় ট্রাম্পের ৷ চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চাইছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ইতিমধ্যেই দ্বিপাক্ষিক আলোচনাও শুরু করে দিয়েছে দুই দেশ ৷
স্বস্তিতে ভারত (US President)
এই আবহে শুল্ক কার্যকরের জন্য সময়সীমা বাড়ানোর ফলে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার আগে সমস্যাগুলি সমাধানে আরও কিছুটা সময় পেয়ে গেল নয়া দিল্লি (US President) ৷ ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের ডিরেক্টর জেনারেল অজয় সাহাই বলেন, ‘এই স্থগিতাদেশ আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির প্রতিফলন এবং আমাদের সমস্যাগুলি সমাধানের সহায়তা। অন্যদিকে, ভারতীয় রপ্তানিকারকরা এই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন। ‘এটি ভারতীয় আধিকারিকদের মার্কিন প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য অতিরিক্ত ১২-১৩ সময় দিয়েছে’, বলেছেন একজন রপ্তানিকারক।

আরও পড়ুন-Thackeray Brothers: ‘পটক পটক কে মারেঙ্গে!’ ঠাকরে ভাইদের হুঁশিয়ারি সাংসদের, অস্বস্তিতে বিজেপি
ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি (US President)
তবে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্তের খুব কাছাকাছি চলে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট(US President) ৷ হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক নৈশভোজের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ ভারতের সঙ্গে খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করা হবে ৷ আলোচনার পর যে সমস্ত রাষ্ট্র বাণিজ্য চুক্তিতে সহমত পোষণ করেনি, তাদের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷’ ইতিমধ্যে নয়া শুল্ক নীতি অনুযায়ী করের পরিমাণ জানিয়ে বাংলাদেশ, বোসনিয়া, হেরজেগোবিনা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, লাও পিপলস্ ডেমোক্রেটিক রিপাবলিক, মালয়েশিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷
