ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কনীতি (US Tariff War)। ২ এপ্রিল তিনি ঘোষণা করেন, আমদানিকৃত বিভিন্ন দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ঘোষণামতো, আগামী ৯ এপ্রিল মধ্যরাত থেকে এই শুল্ক কার্যকর হবে। তার আগেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক আতঙ্ক, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গোটা বিশ্ব অর্থনীতি পড়তে পারে গভীর মন্দার মুখে।
শেয়ার বাজারে ধস (US Tariff War)
ট্রাম্পের ঘোষণার পরপরই শেয়ার বাজারে দেখা যায় বড়সড় পতন (US Tariff War)। এশিয়ার বাজারে সোমবার সকাল থেকেই ধস শুরু হয়েছে। হংকং, টোকিও, মুম্বাইসহ বড় বাজারগুলিতে শেয়ারের দাম পড়েছে। আমেরিকার বাজারেও টানা পতন রেকর্ড করা হয়েছে, যার ফলে কয়েক লক্ষ কোটি ডলার উড়ে গেছে বিনিয়োগকারীদের পকেট থেকে। মাথায় হাত পড়েছে ব্যবসায়ী ও শিল্পপতিদের।ট্রাম্প অবশ্য এই পতনের দায় নিতে নারাজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘শেয়ার বাজারের কী হবে, সেটা বলা আমার কাজ নয়। কিন্তু আমেরিকা আজ অনেক বেশি শক্তিশালী।’’ তিনি আরও জানান, ‘‘কখনও কখনও কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ দরকার হয়। আমি সেটাই করেছি।’’
শুল্ক যুদ্ধ ও বিশ্ব বাণিজ্য (US Tariff War)
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি আমেরিকা ও চীন বর্তমানে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করছে (US Tariff War)। ট্রাম্পের নীতির জবাবে চীনও আমেরিকান পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে। পাশাপাশি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন, ১১টি মার্কিন কোম্পানির ব্যবসা চিনে বন্ধ করে দেওয়া হবে। দুই দেশের এই সংঘর্ষে অন্যান্য দেশও বিপাকে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে রফতানি ও আমদানি খাতে।

আরও পড়ুন: Pakistan Nuclear Weapons : কেন পাকিস্তানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল ভারত-ইজ়রায়েল?
ভারতের প্রেক্ষাপট (US Tariff War)
ভারতের উপর প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে ২৬% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন (US Tariff War)। তবে ভারত কোনও পাল্টা শুল্ক আরোপ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী। মার্কিন সংবাদমাধ্যমগুলির মতে, ভারত-সহ একাধিক দেশ ট্রাম্পের সঙ্গে দর কষাকষি শুরু করেছে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, ‘‘অনেক দেশ এখন আমেরিকার সঙ্গে চুক্তি ও সমঝোতা করতে আগ্রহী। তারা আমেরিকার শর্ত মেনেই চলতে চায়।’’

আরও পড়ুন: Iran America Conflict : ইরান-আমেরিকা উত্তেজনার মাঝেই সরাসরি আলোচনার প্রস্তাব ট্রাম্পের
আশঙ্কা মন্দার (US Tariff War)
বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক জেপি মর্গ্যান সতর্ক করেছে, এই বাণিজ্য সংকট চলতে থাকলে চলতি বছরেই আমেরিকার অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে (US Tariff War)। বিশ্বজুড়ে মন্দার সম্ভাবনা এখন অন্তত ৬০ শতাংশ। তাদের মতে, এই পরিস্থিতি শুধুমাত্র বিনিয়োগ হ্রাসই নয়, কর্মসংস্থান, উৎপাদন এবং সামগ্রিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সমালোচনা (US Tariff War)
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে যেমন সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে, তেমনি তার নিজ দেশেও দেখা দিয়েছে প্রতিবাদ। অনেকেই মনে করছেন, বিশ্ব নেতৃত্বে আমেরিকার ভূমিকা এখন প্রশ্নের মুখে। যদিও ট্রাম্প জানিয়েছেন, তিনি আমেরিকাকে আবার ‘মহান’ করতে চান, কিন্তু এই পথে হাঁটতে গিয়ে যদি গোটা বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয় — তাহলে সেই ‘মহানতা’র খরচ কেবল আমেরিকাই নয়, বহন করতে হবে গোটা পৃথিবীকেই।